• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

পূজা দেখে বাড়ি ফেরা হলো না গৃহবধূর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩  

নীলফামারীর জলঢাকায় পূজা দেখে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত ভ্যান খাদে পড়ে সুধা রানী (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

গতকাল সোমবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার কৈমারী ইউনিয়নের খামাদ সিংড়িয়া ব্রিজে এ ঘটনা ঘটে। সুধা রানী উপজেলার শৌলমারি সিংড়িয়া চাকলা এলাকার সুভাস চন্দ্র রায়ের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী সন্তানদের নিয়ে জলঢাকার বিভিন্ন পূজা মণ্ডপে পূজা দেখতে আসেন সুধা রানী। সারাদিন পূজা মণ্ডপ ঘুরে রাতে পরিবারের লোকজনের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ভ্যানটি কৈমারীর খামাদ সিংড়িয়া ব্রিজের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুধা রানীকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণজিৎ কুমার রায় পলাশ বলেন, এরকম একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য শোক ও তার আত্মার শান্তি কামনা করছি।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, ভ্যান উল্টে খাদে পড়ে একজন মারা গেছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।