• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৩  

দশম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণের দায়ে ধর্ষক মোতালেব হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর (জেলা ও দায়রা জজ) বিচারক এবিএম গোলাম রসুল এ রায় প্রদান করেন।

ঘটনার বিবরণে জানা যায়, নীলফামারীর ডিমলা উপজেলার দশম শ্রেণির ছাত্রীকে একই এলাকার ছিদ্দিক আলীর পুত্র মোতালেব হোসেন প্রায়ই বিয়ের প্রলোভনসহ উত্ত্যক্ত করত। ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে তারা ওই যুবককে ডেকে সতর্ক করেন। ২০১৬ সালের ২৩ মে পরিবারের সদস্যরা বাড়ির বাহিরে থাকায় ঘরে ঢুকে মোতালেব হোসেন ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষিতা চিৎকার করার চেষ্টা করলে মৃত্যুর ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। পরে তাকে জোরপূর্বক মোতালেব হোসেন তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে সেখানেও একাধিকবার ধর্ষণ করে। পরে ধর্ষিতা বাদী হয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে।

পরবর্তীতে ট্রাইব্যুনালের নির্দেশে ডিমলা থানায় মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই এমআর সাঈদ তদন্ত শেষে মোতালেব হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ ৭ বছর পর অবশেষে মামলার রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক।

মামলার আদেশে উল্লেখ করা হয়েছে, দণ্ডিত ব্যক্তির অর্থদণ্ড ক্ষতিগ্রস্ত ব্যক্তি অর্থাৎ মামলার এজাহারকারীর জন্য ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। এজাহারকারীকে উক্ত টাকা আদায় করে প্রদানের জন্য আসামির বিরুদ্ধে লেভি ওয়ারেন্ট ইস্যু করার আদেশ দেওয়া হয়।

আসামিপক্ষে অ্যাডভোকেট আবু মো. সোয়েম এবং রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট আল মাসুদ আলাল মামলা পরিচালনা করেন।