• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার    

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩  

নীলফামারীর জলঢাকায় এক ঘরে মিলল স্বামী ও স্ত্রীর লাশ। গতকাল বুধবার (১ নভেম্বর) বিকেলে জলঢাকা উপজেলার কৈমারীর ইউনিয়নের দোলাপাড়ায় গ্রামে এঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় স্বামী বিপুল চন্দ্র রায়কে (২৭) এবং স্ত্রী বৃষ্টি রানীর (১৯) মরদেহ বিছানায় পড়ে ছিল।

নিহত বিপুল নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারীর ইউনিয়নের দোলাপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র রায়ের ছেলে। বৃষ্টি রানী কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউপির মেলাবর এলাকার বিকাশ চন্দ্র রায়ের মেয়ে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, গত সাত মাস আগে বিপুল চন্দ্র রায় ও বৃষ্টি রানীর বিয়ে হয়। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার বিকেলে তাদের কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের জানালা বাইরে থেকে খুলে দেখতে পান বিপুল ঘরের আড়ার সঙ্গে ঝুলছে ও বৃষ্টি রানী একই কক্ষে বিছানায় পড়ে আছেন। পরে তারা পুলিশে খবর দেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মোক্তারুল ইসলাম জানান, দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় বিপুলের মরদেহ এবং শয্যায় পড়ে থাকা অবস্থায় বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, যে ঘর থেকে লাশ উদ্ধার করা হয় সেটি ভিতর থেকে বন্ধ ছিল। স্ত্রীকে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।