• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ডোমারে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা কর্মসুচী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৩  

নীলফামারীর ডোমারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা মূলক কর্মসূচী ২০২৩ ইং পালিত হয়েছে।

আজ রবিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার ০৯ নং সোনারায় ইউনিয়নের সোনারায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই কর্মসূচী পালন করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনী কান্ত রায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমীন রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক শামসুল আলম।

এসময় বক্তারা বলেন, জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং খাদ্যের নিরাপদতা নিশ্চিত কল্পে খাদ্যে ভেজাল প্রতিরোধসহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিষিদ্ধ দ্রব্য (রং/শাল্টু) মিশ্রিত খাদ্য না খাওয়ার বিষয়ে সকলকে সচেতন করা হয়।