• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

‘এখন ইটের রাস্তায় হেঁটে স্কুল যেতে পারবো’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩  

বর্ষাকাল আসলেই কাঁদা-পানি মাড়িয়ে নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ভাটিয়াপাড়া এলাকার মেলাপাঙ্গা ভাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের এই অসুবিধার সমাধান করতে রোববার (১২ নভেম্বর) ভাটিয়াপাড়া হতে ১ হাজার মিটার এইচবিবি রাস্তা নির্মাণের উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। 

স্কুল পর্যন্ত রাস্তা নির্মাণ করা হবে জানতে পেরে উদ্বোধনী অনুষ্ঠানে মায়ের সঙ্গে আসে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া চাঁদনি। সে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, ‌‘কি মজা-এখন ইটের রাস্তায় হেঁটে স্কুল যেতে পারবো। আর কাঁদা-পানি মাড়িয়ে স্কুলে যেতে হবে না।’ 

একই শ্রেণির অপর শিক্ষার্থী আখি মনিও খুবই খুশি এ রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন হওয়ায়। সে বলে, ‘বর্ষাকাল আসলে অধিকাংশ দিন স্কুল যাওয়া হতো না। তখন খুব মন খারাপ হতো। এখন রাস্তা হওয়ায় বর্ষাকালেও নিয়মিত স্কুলে যেতে পারবো।’ 

আয়নাল হক (৪৫) নামের এক কৃষক বলেন, ‘আমাদের এলাকার রাস্তা কাঁচা হওয়ায় কেউ আসতে চায় না। ধান, পাটসহ কৃষি ফষলের দাম ভালো পাই না। এখন হয়তো আর এ সমস্যা হবে না।’

পাঙ্গামটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টো বলেন, ‘দীর্ঘ দিন ধরে এ রাস্তাটির জন্য এলাকার মানুষ কষ্ট পাচ্ছে। এখন সেই কষ্ট অনেকটাই কমে যাবে।’ 

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসেনর সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার বলেন, ‘দেশের প্রতিটি এলাকায় শেখ হাসিনা সরকারের উন্নয়ন ছড়িয়ে পড়েছে। বুড়িতিস্তা নদীর পাশে ভাটিয়া পাড়ায় রাস্তা হচ্ছে। স্কুল হয়েছে। আগামীতে আরও স্কুল ভবন হবে।’