• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

কিশোরগঞ্জে ৩৮ মামলার আসামি মবু গ্রেফতার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

 
নীলফামারীর কিশোরগঞ্জে অস্ত্র ও মাদকসহ ৩৮ মামলার আসামি মবু ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ভেড়ভেড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি উপজেলার উত্তর কালিকাপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। বর্তমানে উপজেলার কাউয়ারমোড় এলাকায় পরিবারসহ বসবাস করে আসছেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র মন্ডল বলেন, ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও মবু ডাকাতের নামে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, অস্ত্র ও মাদকের ৩৮টি মামলা রয়েছে।