• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

জলঢাকায় আওয়ামীলীগের হরতাল বিরোধী শান্তি সমাবেশ ও বিক্ষোভ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

 
নীলফামারী জেলার জলঢাকা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে হরতাল বিরোধী শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১১.৩০টায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে দলীয় কার্যালয়ে এসব কর্মসুচী অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- আবু সাঈদ শামীম (সাধারণ সম্পাদক, জলঢাকা উপজেলা আওয়ামীলীগ), আব্দুল মজিদ (সাধারণ সম্পাদক,জলঢাকা পৌর আওয়ামীলীগ), সারোয়ার হোসেন সাদের (যুগ্ন সাধারণ সম্পাদক, জলঢাকা উপজেলা আওয়ামী লীগ) সহ প্রমুখ।

উল্লেখ্য, বিক্ষোভ মিছিলটি জলঢাকা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।