• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

একই আসনে মনোনয়নপত্র নিলেন দুই ভাই

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ আসনের মনোনয়নপত্র কিনেছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল। একই সাথে, একই আসনের মনোনয়নের জন্য ফরম কিনেছেন তার সহোদর বড় ভাই শহিদ হোসেন রুবেল।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে হাজারও নেতা কর্মীকে নিয়ে গুলিস্থানের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে ফরম কিনেন তারা।

দুই ভাইয়ের এক সাথে মনোনয়নপত্র তোলায় স্থানীয় নেতা কর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া হওয়ার কথা থাকলেও তেমন কোনো প্রভাব পড়েনি নেতা কর্মীদের মাঝে। বরং উচ্ছ্বাস আনন্দে দুই ভাইকে একসাথেই শুভেচ্ছা জানাচ্ছে নেতা কর্মীরা।

উপজেলার নেতাকর্মীরা জানান, উল্লিখিত আসনে দীর্ঘ সময় জামায়াত ও জাতীয় পার্টির সংসদ সদস্য থাকায় স্বাধীনতার দীর্ঘ  সময় পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি নীলফামারী-৩ আসনে। ফলে ডিজিটাল বাংলাদেশেও অবহেলিত আছে জলঢাকার মানুষ। আওয়ামী লীগ রক্ষা ও স্থানীয়দের উন্নয়নের তাগিদের দুই ভাইয়ের যে কাউকে মনোনয়ন দেওয়া অতীব জরুরি।

জলঢাকা উপজেলার যুবলীগের যুগ্ম আহবায়ক লাভলুর রশিদ জানান, ডাঃ সফিয়ত হোসেন ফ্যামিলি এই এলাকায় আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে৷ যখন দেশে আওয়ামী লীগের করুণ অবস্থা ছিল তখন নির্যাতন নিপীড়ন সহ্য করে আওয়ামী লীগের পতাকা এই আসনে উচু করে রেখেছে তারাই। মনোনয়ন তাদেরই প্রাপ্ত।

উল্লেখ, যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। পাশাপাশি তার বড় ভাই শহীদ হোসেন রুবেল দীর্ঘ ২৮ বছর ওই আসনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

নীলফামার-৩ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদসহ প্রায় ৫ জন মনোনয়নপত্র তুলেছেন বলে খবর পাওয়া গেছে৷