• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ডোমার-ডিমলায় নৌকার প্রার্থী এগিয়ে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩  

আসন্ন জাতীয় সংসদের ১২তম নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে সাত জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তবে এলাকায় জনসমর্থনে প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার।

নীলফামারী-১ আসন (ডোমার-ডিমলা) উপজেলা নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটার সংখ্যা (বর্তমান) ৪ লাখ ২৯ হাজার ৯৪ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ১৬ হাজার ৭৯৬ জন, মহিলা ২ লাখ ১২ হাজার ২৯৮ জন। ডোমার উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৯৭, ডিমলা উপজেলায় ২ লাখ ২৪ হাজার ৬৯৭। আসনটিতে ১০ম জাতীয সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ৮০৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকট তম প্রতিদ্বন্দি জাতীয় পার্টির জাফর ইকবাল সিদ্দিকী পেয়েছেন ১৫৮৪৮ভোট। এবং ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মোট ১৩৭টি ভোট কেন্দ্রে ১লাখ ৮৮হাজার ৭৮৪ ভোট পেয়ে ২য় বারের মত নির্বাচিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএপি’র ধানের শীষ প্রতিকের ডঃ রফিকুল ইসলাম পেয়েছেন ৮৮ হাজার ৭৯০ ভোট। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে বীরমুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নোঙ্গর মার্কা জাফর ইকবাল সিদ্দিকী, তৃতমূল বিএনপি সোনালী আঁশ এন কে আলম চৌধুরী, জাতীয় পার্টি (এরশাদ) লাঙ্গল লেঃ কর্নেল (অব.) তছলিম উদ্দিন, জাতীয় পার্টি (জেপি) বাইসাইকেল মখদুম আজম মাশরাফি তুতুল, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন সিরাজুল ইসলাম ও স্বতন্ত্র ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করছেন ইমরান কবির চৌধুরী জনি প্রতিদ্বন্দিতা করছেন। তবে ইতিমধ্যইে সাধারন ভোটার ও তৃনমূলের  নেতা কর্মিরা তাদের সমর্থন দিচ্ছেন আফতাব উদ্দিন সরকারের পক্ষে। ডিমলা উপজেলার ব্যবসায়ী নুর আলম, সিরাজুল ইসলাম, আকবর আলী, ভ্যান চালক ইব্রাহিম আলী, সুলতান আলী, শ্রমিক হরি কুমার, দিলিপ কুমার, আইয়ুব আলী, বাদশা মিয়া, শিক্ষক নারায়ন চন্দ্র রায়, ডোমার উপজেলার ব্যবসায়ী জাবেদ জামাল, সুলতান মাহমুদ, হারুন মিয়া, শ্রমিক মিন্টু মিয়া, জাকির হোসেন, ভ্যান চালক দুলাল মিয়া, হযরত আলী, আবুল কাশেম, শিক্ষক তরনী কান্ত।

আবদুল মালেক বলেন, আফতাব উদ্দিন সরকারের আগে (ডোমার-ডিমলা) আসনে যারা এমপি নির্বাচিত হয়েছেন তাদের দ্বারা এলাকার উন্নয়নতো দূরের কথা এমপি হওয়ার পর এলাকায় তাদের দেখাও মেলেনি। তারা এমপি নির্বাচিত হওয়ার পর হতেই ছিলেন জনগণ হতে বিচ্ছিন্ন। আফতাব উদ্দিন সরকার এমপি হওয়ার পর হতে জনগণের সাথে তার সম্পৃক্ততা রয়েছে, তিনি এলাকার যথেষ্ট উন্নয়ন করেছেন, আমরা প্রাকৃতিক দূর্যোগসহ সকল বিষয়ে তাকে যথা সময়ে কাছে পেয়েছি। আমরা চাই (ডোমার-ডিমলা) আসনে তিনিই আবার নির্বাচিত হোক এবং আমরা তাকেই (নৌকা) মার্কায় ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।