• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩  

নীলফামারীর ডোমার উপজেলায় হিমালয়ান গৃধিনী প্রজাতির বিরল শকুন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সোনারায় ইউনিয়ন সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শকুনটি উদ্ধার করা হয়।

সকাল ১০টায় একটি শকুন উড়তে ব্যর্থ হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা সেটিকে ধরে স্থানীয় বন বিভাগে খবর দিলে তারা এসে শকুনটি নিয়ে আসে। শকুনটি অসুস্থ হওয়ায় প্রাথমিক চিকিৎসাসেবা দিয়েছে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল।

ডোমার বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোস্তাকিম ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শকুনটি আপাতত আমাদের কাছে রয়েছে। সুস্থ হলে শকুনটিকে পরিচর্যা কেন্দ্রে পাঠানো হবে।