• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে শীতের তীব্রতায় কোণঠাসা মানুষ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৪  

 
নীলফামারীতে হাড় কাপাঁনো শীতে কোণঠাসা মানুষ। গত কয়েক দিন থেকে সূর্যের মুখ দেখা না যাওয়ায় জীবনযাত্রায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শীত নিবারণে খড়কুটো  জ্বালিয়ে উষ্ণতা নেয়ার চেষ্টা করছেন কিছু মানুষ। 

এদিকে শীতের তীব্রতায় সড়কে কমেছে সাধারণ মানুষের সংখ্যা। যানবাহনগুলোকে চলতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে গতি কমিয়ে। দিন-রাত সমান তালে বৃষ্টির আদলে ঝির ঝির করে পড়ছে শিশির কনা। কুয়াশার চাদরে ঢাকা থাকছে গ্রামের মাঠ প্রান্তর।

শীতের এমন বিরূপ আবহাওয়ায় ছড়িয়ে পড়েছে শীতজনিত নানা রোগ-বালাই। এসব রোগ-বালাইয়ে শিশু-বৃদ্ধরাই আক্রান্ত হচ্ছে বেশি। হাসপাতালসহ নানা চিকিৎসা কেন্দ্রে তারা সেবা নিচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, ঠান্ডাজনিত কারণে নানা বয়সী রোগীর ভিড় বাড়লেও যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। মানুষের পাশাপাশি গবাদি পশুগুলো শীতে কাহিল হয়ে পড়েছে।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন  বলেন, আজ সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।