• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

পুড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেসের ৪ কোচ সৈয়দপুর কারখানায়

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৪  

রাজধানী ঢাকার গোপীবাগে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের চারটি কোচ মেরামতের জন্য নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় আনা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) ক্ষতিগ্রস্ত কোচগুলো কারখানায় এসে পৌঁছায়।

গতকাল রোববার (১৪ জানুয়ারি) দুপুরে রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মোহাম্মদ সাদেকুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্র জানায়, গত ৫ জানুয়ারি রাতে রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রেনটির তিনটি কোচ ও একটি পাওয়ারকার পুড়ে যায়। সেই কোচগুলো মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হয়।

সৈয়দপুর রেলওয়ে কারখানার ডিএস মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, যে চারটি কোচ রেলওয়ে কারখানায় আনা হয়েছে সেগুলোর মধ্যে তিনটি আগুনে সম্পূর্ণভাবে পুড়ে গেছে। সাধারণত দুর্ঘটনায় কম ক্ষতিগ্রস্ত কোচগুলো মেরামত করতে ৪৫ দিন, আর বেশি ক্ষতিগ্রস্ত কোচ মেরামতে ৩ মাস সময় লাগে। এই কোচগুলোর ক্ষতির পরিমাণ অনেক বেশি। এগুলো মেরামত করতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। মেরামত করার জন্য কাঁচামাল আমদানি করার প্রয়োজন হতে পারে।

রেলওয়ের পশ্চিমঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস মুঠোফোনে বলেন, এসব কোচ আমদানি করার বেশি দিন হয়নি। কোচগুলোর প্রতিটির দাম প্রায় ৫ কোটি টাকা। কোচগুলো পুড়ে যাওয়ায় রেল বিভাগের বড় ক্ষতি হয়েছে। ট্রেনটিতে বগির জোগান দেওয়া কঠিন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত বগি মেরামত না করা পর্যন্ত আরেকটি ট্রেন থেকে নতুন বগি যুক্ত করে চালাতে হচ্ছে। এতে আয়ও কমেছে রেলওয়ের।