• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

তীব্র শীতে জবুথবু উত্তরের জনজীবন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৪  

 
নীলফামারীতে টানা কয়েকদিনের তীব্র শীতে জবুথবু উত্তরের জনজীবন। জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। এমন পরিস্থিতিতে নীলফামারীতে সব প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ২২ ও ২৩ জানুয়ারি বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ।

সোমবার (২২ জানুয়ারি) সকালে রংপুর বিভাগীয় উপপরিচালকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। 

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, আজকে তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামীতে ঠান্ডা আরও বাড়তে পারে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান বলেন, এক সপ্তাহ ধরে জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওঠানামা করছে। তীব্র শীতের কারণে বিদ্যালয়ে উপস্থিতি কিছুটা কমে গিয়েছিল। এমন অবস্থায় আজ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমএ শাহাজাহান সিদ্দিকী জানান, জেলায় তীব্র শীতের কারণে ২২ ও ২৩ জানুয়ারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।