• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

সৈয়দপুর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৪  

নীলফামারীর সৈয়দপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে স্বেচৃছাসেবী সংগঠন প্রবাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই সকল শীতবস্ত্র গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়। শহরের রসুলপুর রোকেয়া সড়কস্থ কার্যালয়ে পৌর কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক প্রধান অতিথি থেকে অসহায় মানুষের হাতে ওই সকল শীতবস্ত্র তুলে দেন।

এ সময় সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগের আলো সৈয়দপুর প্রতিনিধি ওবায়দুল ইসলাম, সংগঠনের প্রধান উপদেষ্টা তারিকুল আলন আরবী, উপদেষ্টা জয়নাল আবেদীন, মোঃ শাকিল, বাদল আনসারী, সংগঠনের সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আজগার আলী,দপ্তর সম্পাদক সাজিদ, সমাজকল্যান সম্পাদক জাফরসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতি তাজ উদ্দিন বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে সৈয়দপুরে প্রচন্ড শীত পড়ছে। ঘন কুয়াশা আর কনকনে শীতে বিশেষ করে সমাজের অসহায় মানুষগুলো পড়েছে চরম কষ্টে। এ কনকনে শীতের হাত থেকে কিছুটা রক্ষা পেতে আমরা সংগঠনের পক্ষ থেকে প্রায় ২৫০ জনকে একটি করে কম্বল সহায়তা করছি। কম্বল ক্রয়ের সম্পুর্ণ অর্থ সদস্যদের ব্যক্তিগত তহবিল থেকে নেয়া। আমরা চাই সমাজে সকল মানুষ একটু হলেও ভাল থাকুক। তিনি এ সংগঠনের মাধ্যমে আমরা বেশ কয়েক বছর থেকে যতটুকু পেরেছি অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। এলাকার কোন মৃত ব্যক্তির দাফন, কাপনের কাজ করে থাকি এ সংগঠন থেকে। গরীব মানুষের মেয়ের বিয়ে, লেখাপড়াসহ ভাল কাজে আমরা এগিয়ে এসেছি নিঃশ্বার্থভাবে।