• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আ.লীগ জনগণের পাশে ছিল, থাকবে : হাছান মাহমুদ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪  

আওয়ালীগ সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। অন্যরা ক্ষমতায় এসে দেশে দুর্নীতি করে নিজেদের আখের গোছায়।’

রোববার (২৮ জানুয়ারি) বিকেল ৫টায় নীলফামারীর কেন্দ্রীয় শহীদ মিনারে নীলফামারী জেলা আওয়ামী লীগের উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, শীতবস্ত্র ও বিভিন্ন সহযোগিতা দিয়ে জনগণের পাশে আছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি ও বিএনপির কেউ নেই। বিএনপি গতকাল কালো পতাকা মিছিল করেছে। জনগণ বিএনপিকে নির্বাচনে কালো পতাকা দেখিয়ে দিয়েছে। বিদেশিদের কাছে ধর্না দিয়ে লাভ হয়নি, বিদেশিরাও লাল কার্ড দেখিয়ে দিয়েছেন।

আওয়ামী লীগের এই সিনিয়র নেতা ও পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা জীবন এ দেশের মানুষের জন্য কাজ করে গেছে। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।’ 

নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বিভাগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ফরিদুন্নাহার লাইলী, আমিনুল ইসলাম আমিন, হোসনে আরা লুৎফা ডালিয়া, শাহাবুদ্দিন ফরাজী, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হকসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।