• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

নীলফামারীতে আ`লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪  

আজ বিকেলে নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শীতাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ড. হাছান মাহমুদ (এমপি, মন্ত্রী,পররাষ্ট্র মন্ত্রণালয়)। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুজিত রায় নন্দী (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটি), আমিনুল ইসলাম আমিন (ত্রাণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটি), অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া (সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি)।

এতে সভাপতিত্ব করেন- দেওয়ান কামাল আহমেদ,সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগ, নীলফামারী জেলা শাখা ও মেয়র, নীলফামারী পৌরসভা এবং সঞ্চালনা করেন- এড. মমতাজুল হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখা ও চেয়ারম্যান, জেলা পরিষদ, নীলফামারী।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব ডঃ হাছান মাহমুদ এমপি বলেন আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ সুখ-শান্তিতে বসবাস করে। যার ফলস্বরূপ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব, অসহায় ও হতদরিদ্র মানুষদের কথা চিন্তা করে শীতার্ত নিবারণের জন্য লক্ষ লক্ষ কম্বল উপহার দিয়েছেন। পরিশেষে তিনি দেশের উন্নয়নধারাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। আলোচনা শেষে গরীব, অসহায় ও হতদরিদ্রদের মাঝে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কম্বল বিতরণ করেন।