• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দোকানে পলিথিনের শপিং ব্যাগ, গুণতে হলো জরিমানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৪  

নীলফামারীর ডোমারে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি করায় দুই ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে ডোমার রেলস্টেশন বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ ও ডোমার থানার উপ-সহকারী পরিদর্শক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ব্যবসায়ী সাজিদ স্টোর থেকে ৪৫ কেজি ও সজিব স্টোর থেকে ৮৫ কেজি নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় সাজিদ স্টোরের মালিক সাবুল হোসেনের কাছ থেকে ৫ হাজার এবং সজিব স্টোরের মালিক সুরমান আলীর কাছ থেকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ জানান, ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায় করা হলেও দোকানে পলিথিন সংরক্ষণ না করার জন্য নির্দেশ দেওয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।