• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

সৈয়দপুরে ভিসা প্রতারক গ্রেফতার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৪  

নীলফামারীর সৈয়দপুরে এক ভিসা প্রতারকের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার কাশীরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ হতে তাকে গ্রেফতার করা হয়।

প্রতারকের নাম মো. হাবিব ওরফে সোহেল (২০)। সে ওই এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়ার আ. সাত্তারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে কানাডা এবং অস্ট্রেলিয়ার ভিসা প্রদানের নাম করে টাকা নিয়ে প্রতারণা করার কথা স্বীকার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত বলেন, গ্রেফতার যুবক এ প্রতারণার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের কথা সে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। সেই সব জড়িতদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিনি।

উল্লেখ্য, সৈয়দপুর একটি ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ শহর। পাশাপাশি পুরো উপজেলার মানুষ বেশ শান্তিপ্রিয় এবং অত্যন্ত নির্ভেজাল প্রকৃতির। কিন্তু তাদের এই সুকৃতিটাকে নষ্ট করছে গুটি কয়েক অসাধু ও বিপথগামী মানুষরা রয়েছে। বিশেষ করে মাদককারবারি এবং থাই জুয়ারি ও ভিসা প্রতারক।