• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

সৈয়দপুরে এভারকেয়ার হাসপাতালের কার্যক্রম বন্ধ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৪  

নীলফামারীর সৈয়দপুর শহরে অবস্থিত এভারকেয়ার হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত হাসপাতালের কার্যক্রম স্থগিত ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এ জরিমানা করেন।

জানা যায়, এভারকেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নামে পরিচালিত প্রতিষ্ঠানটি কোনো নিবন্ধন (রেজিস্ট্রেশন) ছিল না। অবৈধভাবে গত দুই মাস ধরে এর সেবা কার্যক্রম চলছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এভারকেয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে নাম ব্যবহার ও নিবন্ধন না থাকায় হাসপাতালটির কার্যক্রম স্থগিত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নীলফামারীর সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি চিকিৎসক চন্দন রায় ও সৈয়দপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।