• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

সৈয়দপুরে বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্বোধন 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪  

নীলফামারীর সৈয়দপুরে কুন্দল কবরস্থানে প্রবেশের প্রধান ফটক, সীমানা প্রাচীর ও সড়ক নির্মাণ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারী) পৌর মেয়র রাফিকা আকতার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সকল কাজের উদ্বোধন করেন। পৌর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সরকার অধিদপ্তরের কোভিড-১৯ প্রকল্পের আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৪৬ লাখ ৪৯ হাজার ১৩ টাকা বরাদ্দ দেয়া হয়। ওই টাকায় ১০নং ওয়ার্ডের কাজিহাট, ১১নং ওয়ার্ডে কুন্দল শ্বশানঘাট, গোয়ালপাড়া এলাকার সড়ক ও ড্রেন এবং কবর স্থানে ৪৫ মিটার সীমানা প্রাচীর ও ২০৫ মিটার সিসি ঢালাই সড়ক নির্মাণ কাজ করা হচ্ছে। সাইকি বিল্ডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২৩ সালের ৬ আগস্ট থেকে ২০২৩ সালের ৪ নভেম্বর পর্যন্ত ওই নির্মাণ কাজ শেষের কথা থাকলেও নানা কারণে সময় বাড়ানো হয়েছে বলে জানান সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: শহিদুল ইসলাম।

তিনি বলেন, বরাদ্দ সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। তাই সময় বাড়ানো হয়েছে। এ সময় ওই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা ইয়াসমিন, কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান, সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রভাষক অঅসাদুজ্জামান আসাদ, গোলজার রহমান, কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সবুর আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।