• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ডোমারে ‘জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪  

"স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২৪ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমের আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রট নাজমুল আলম বিপিএএ সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ মনোয়ার হোসেন, ৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান, ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল রানা প্রমুখ।