• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

রাস্তায় ফেলে যাওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মার্চ ২০২৪  

অভাবের তাড়নায় নীলফামারীর সৈয়দপুরে এক শিশুকে হাসপাতালের পাশের গলির রাস্তায় ফেলে দেন রেহেনা নামে এক গৃহবধূ। পরে সেই শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ।

সোমবার (১১ মার্চ) সকালে শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

শিশুটির মা রেহেনা বেগম শহরের কামারপুকুর এলাকার ঈদগাহ ময়দান পাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে কাজ শেষ করে বাসায় ফেরার পথে শিশুটিকে হাসপাতালের গলির রাস্তায় কুড়িয়ে পান সেলিনা বেগম। শিশু অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি করেন সেলিনা বেগম। এরপর মানুষের মাঝে শিশুটিকে কুড়িয়ে পাওয়ার ঘটনা ছড়িয়ে পড়লে বাচ্চার মা দাবি করে শিশুকে ফেরত নিতে আসেন রেহেনা বেগম। শিশুটিকে কুড়িয়ে পাওয়ার বিষয়ে থানায় জিডি করেন ওই গৃহবধূ। তাদের দুজনকে শিশুটিকে নিয়ে থানায় ডাকেন পুলিশ। তারপর খোঁজখবর নিয়ে প্রকৃত মায়ের কাছে শিশুকে হস্তান্তর করা হয়।

শিশুর মা রেহেনা বেগম বলেন, বাচ্চা হওয়ার পর শিশুটির বাবা আমার কোন খোঁজ খবর নেয়নি। অভাবের তাড়নায় শিশুটিকে আমি রাস্তায় ফেলে যাই। নিজের সন্তানকে ফেলে দেওয়ায় আমি অনুতপ্ত৷ পরে পুলিশকে জানালে তারা আমার শিশুকে আজকে ফেরত দেয়।

শিশুটিকে কুড়িয়ে পাওয়া সেলিনা বেগম জানান, আমি শিশুটিকে কুড়িয়ে পেয়েছিলাম। শিশুটি অসুস্থ থাকায় আমি চিকিৎসা করিয়েছি। শিশুটি ভালো থাকুক তার মায়ের কাছে।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, একজন মা তার শিশুকে রাস্তায় ফেলে যায় এমন একটি খবর পাই। পরে কুড়িয়ে পাওয়ার বিষয়ে সেলিনা বেগম নামে একজন থানায় জিডি করেন। আমরা তদন্ত করে তার প্রকৃত মায়ের কাছে শিশুটিকে ফিরিয়ে দেই৷