• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

সৈয়দপুরে অনুমোদনহীন হাসপাতাল সিলগালা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মে ২০২৪  

নীলফামারীর সৈয়দপুরে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে বেবসরকরি একটি হাসপাতালের কার্যক্রম পরিচালনা করায় শহরের শহীদ তুলশীরাম সড়কে অবস্থিত একটি হাসপাতাল সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ মে) দুপুরে ওই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বলেন, অভিযানে ওই হাসপাতলে সবদিকে অব্যবস্থাপনা পেয়েছি। হাসপাতালের অনুমোদনও নেই। একটি ল্যাবে যা যা থাকা দরকার সেগুলোর প্রচুর ঘাটতি। সবদিক অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদন না থাকায় তা সিলগালা করা হয়েছে এবং সাথে ৫০ হাজার জরিমানা। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. চন্দন রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার, সৈযদপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন। অভিযানে সহযোগিতা করে সৈয়দপুর থানা পুলিশ।

(বাংলাদেশ প্রতিদিন)