• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

সৈয়দপুরে সাড়ে তিন কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিসহ একজন গ্রেপ্তার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ মে ২০২৪  

নীলফামারী জেলার সৈয়দপুরে বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৩ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শফিকুল ইসলাম (৪২)।

তিনি উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট পুকুরপাড়া গ্রামের খলিল উদ্দিনের ছেলে। রোববার (১৯ মে) র‌্যাব তাঁকে সৈয়দপুর থানায় হস্তান্তর করে  এবং মামলা রজুর পর জেলা হাজতে পাঠানো হয়েছে।

র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ মে) বেলা সাড়ে ৩ টায় উপজেলার  কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ পুকুরপাড়ায় অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের মো. শফিকুল ইসলামের বসতবাড়ি থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে। যার ওজন আনুমানিক ৩ কেজি ৪০০ গ্রাম।

পরে এ ঘটনায় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে আসামি স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়। এরপর আসামীকে সৈয়দপুর থানায় হস্তান্তর পূর্বক তার বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে। মামলা নং ১৯, তাং ১৯-৫-২৪ ইং।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর আসামীকে রোববার বিকেলে নীলফামারীর জেলা হাজতে পাঠানো হয়েছে।