• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

খালাতো বোনের সঙ্গে চলছিল বিয়ের কথাবার্তা, বাড়ি ফিরে যা দেখলেন মা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ জুন ২০২৪  

নীলফামারীর কিশোরগঞ্জে মিলন মিয়া (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুন) দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত যুবক উপজেলার বড়ভিটা ইউনিয়নের দলবাড়ী গ্রামের মৃত জামিয়ার রহমানের ছেলে।

মৃতের মা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মিলনের খালাতো বোনের সঙ্গে তার বিয়ের কথাবার্তা চলেছিলো। মঙ্গলবার তার মা ও খালা ওই মেয়ের জন্য অন্যত্র পাত্র দেখতে যান। এ সময় তিনি বাড়িতে একা ছিলেন। রাতে তার মা বাড়ি ফিরে দেখেন ছেলের হাঁটু মাটিতে ও গলায় দড়ি প্যাঁচানো মরদেহ ঘরের তীরের ঝুলছিলো। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।