• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

মাদক প্রতিরোধে সোচ্চার বিজিবি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯  

সীমান্তে বিজিবির চোখ ফাকি দিয়ে একটি চক্র পুনরায় মাদক ব্যবসায় সক্রিয় হবার চেস্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু নীলফামারী ব্যাটালিয়ান ৫৬ বিজিবির সক্রিয়তায় ওই চক্রটি মাদক পাচার করে এনে বাজারে ছড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে। এমন দুটি ঘটনায় ৫৬ বিজিবি পৃথক অভিযানে ফেন্সিডিলের বিরাট একটি চালান ও ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়েছে। ফেন্সিডিল পাচার করে আনা চক্র পালিয়ে গেলেও ইয়াবা ব্যবসায়ীকে আটক করে বিজিবি।  

সংশ্লিষ্ট সুত্রে জানা যায় ‘সুরক্ষিত সীমান্ত ও মাদক মুক্ত বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক সার্বক্ষণিক সীমান্তে গোয়েন্দা নজরদারীসহ টহল তৎপরতা জোরদার রেখেছে। এরই ধারাবাহিকতায় ১১ অক্টোবর রাত ১১টা ১০মিনিটে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ পঞ্চগড়ের টোকাপাড়া বিওপির একটি টহল দল হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৪৬/৯-এস হতে ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় সদর উপজেলার  হাড়িভাষা ইউনিয়নের ঘাগড়াপাড়া নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ওই এলাকার মোঃ রফিক উদ্দিনের ছেলে মোঃ রুবেল কে(২৪) আটক করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩০,৬০০/- টাকা। আটককৃত আসামীকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর পূর্বক তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।   

এর আগে ৮ অক্টোবর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ পঞ্চগড়ের শিংরোড বিওপির একটি টহল দল নায়েব সুবেদার আব্দুল ওয়ারেছ সরকারের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৬৫/১৬-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের নারায়নপুর ধুনিয়াপাড়া নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করতে সক্ষম হয়।  যার আনুমানিক মূল্য ২লাখ ৩৯ হাজার ৬০০  টাকা। আটককৃত ফেনসিডিলের সাথে মাদক ব্যবসায়ী পঞ্চগড়ের নারায়ণপুর ধুনিয়াপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোঃ সাইদুর রহমান (৩২), পিতা-মোঃ জয়নাল আবেদীন (শুকরু), গ্রাম-নারায়ণপুর ধুনিয়াপাড়া, ডাকঘর-চাকলাহাট, থানা ও জেলা-পঞ্চগড় জড়িত থাকায় তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় পলাতক আসামী হিসেবে মামলা দায়ের করা হচ্ছে।     

৫৬ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মোঃ শাহ আলম সিদ্দিকী বলেন আমরা মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি। সীমান্ত এলাকায় কোন মাদক ব্যবসায়ী ও মাদক চোরাকারবারীকে ছাড় দেয়া হবেনা।