• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

সৈয়দপুরে ঘন কুয়াশায় বিমান চলাচল বিঘ্নিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯  

ঘন কুয়াশার কারণে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা হতে ছেড়ে আসা যাত্রীবাহী বিমান ওঠানামায় বিঘ্নিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বেসরকারি সংস্থার দুটি ফ্লাইট কমপক্ষে দেড় ঘণ্টা দেরি করে চলাচল করেছে।

জানা যায়, ঘনকুয়াশার কারণে কন্ট্রোল টাওয়ার থেকে ইতিবাচক নির্দেশনা না মেলায় নভো এয়ার ও ইউএস বাংলার ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড় ঘণ্টা দেরি করে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে আসে। এ সময় সৈয়দপুরের আকাশ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল।  

সুত্র জানায় শিডিউল অনুযায়ী ইউএস বাংলা সকাল ৮টা ১০ মিনিটের ফ্লাইটটি ১০টা ৯ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে নভো এয়ার সাড়ে ৮টায় অবতরণের কথা থাকলেও অবতরণ করে ১০টা ৪৬ মিনিটে। কুয়াশা কেটে গেলে বেলা ১১টার পর বিমান চলাচল স্বাভাবিক হয়। 

তবে সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুশান্ত দত্ত সাংবাদিকদের বলেন, সৈয়দপুরের আকাশে কুয়াশা থাকলেও বিমানের কোন যাত্রা বাতিল করা হয়নি। শুধু যাত্রীদের নিরাপত্তায় কুয়াশা কেটে যাবার পর দেড় ঘণ্টা বিলম্বে দুটি ফ্লাইট উড়েছে ও অবতরণ করেছে।