• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

সহযোগিতা পেতে রাষ্ট্রদূতদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ মে ২০২২  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা পেতে বিদেশি রাষ্ট্রদূতদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি। এজন্য সুযোগ পেলেই দূতাবাসে ছুটে যান বিএনপি নেতারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যেকোনো বিদেশি দূতাবাসের দাওয়াত পেলেই বিএনপি নেতারা সেখানে ছুটে যাচ্ছেন। যেকোনো উন্নত দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করতে তারা ধরনা দিচ্ছেন। তবে গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূতরা বিএনপির সঙ্গে বৈঠক করতে রাজি হচ্ছেন না। কারণ জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করার পর বিএনপির বিবৃতির কারণে এখন পশ্চিমা কূটনীতিকদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক কূটনীতিক বলেছেন, বিএনপি বৈঠক করে এক ধরনের কথা বলে এবং বৈঠকের পর কূটনীতিকদের জড়িয়ে অসত্য কথা বলে। এটি কূটনীতিকদের জন্য বিব্রতকর এবং এজন্য দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন তৈরি হয়।

ঐ কূটনীতিক আরো বলেন, একটি দেশে স্বাভাবিকভাবেই রাজনৈতিক আদর্শের বিভাজন থাকতে পারে। কিন্তু দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অন্যরকম একটি বিষয়। আর সেটিতে কোনোভাবেই হস্তক্ষেপ করা উচিত নয় আমাদের।

আরেক কূটনীতিক জানান, সম্প্রতি জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করার পর বিএনপি তার বক্তব্য বিকৃত করেছে বলে জার্মান রাষ্ট্রদূত নিজেই অভিযোগ করেছেন। এখন বিএনপি নেতাদের সঙ্গে কথা বলতে রাজি হওয়া কতটুকু যুক্তিযুক্ত- সে বিষয়ে ভাবতে হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জার্মান রাষ্ট্রদূতের বক্তব্য বিকৃতি বিএনপির অনেক বড় অপরাধ। বিএনপি ক্ষমতায় যেতে বিদেশি রাষ্ট্রদূতদের কাছে ধরনা দিচ্ছে, যা একটি রাজনৈতিক দলের জন্য লজ্জার বিষয়। ক্ষমতায় যেতে রাষ্ট্রদূতদের দ্বারে দ্বারে ঘুরলে হবে না। বরং নিঃসঙ্গ বিএনপিকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।