• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

কোনো ঈদের পরই আন্দোলন করতে পারবে না বিএনপি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মে ২০২২  

বারবার ঈদের পর আন্দোলনের ঘোষণা দিয়ে দিন দিন হাস্যরসে পরিণত হচ্ছে এক সময়ের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। প্রায় ১৫ বছর ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকায় বর্তমান সরকারের বিরুদ্ধে নানা অযৌক্তিক ইস্যুতে আন্দোলন-সংগ্রামের পরিকল্পনা করেও কার্যত কোনো সুফল পায়নি দলটি।

এর আগে, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনী কৌশলে পরাজিত হয়েছে দলটি। এরই মধ্যে ঈদের পরে আন্দোলন হবে বলে বিএনপি নেতাদের অনেকে হুমকিও দিয়েছেন। তবে ঈদের পরে কবে আন্দোলন হবে, সে বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। 

জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এখন তো ঈদের ছুটির মধ্যে আছি। ছুটিটা কাটাই, তারপরে বলা যাবে। বিএনপির আন্দোলন কবে শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, কর্মসূচির বিষয়ে মহাসচিব সাহেব জানাবেন। আর আমার ব্যক্তিগত বক্তব্য হলো- মুভমেন্টতো হবেই, হতেই হবে। মুভমেন্ট ছাড়াতো কোনো পথ নেই। তবে কবে, কখন হবে, সেটা এখন বলা যাচ্ছে না। 

এদিকে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে বিলুপ্ত করা না হলেও অনেকটা নিষ্ক্রিয়। এ অবস্থায় বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমে সরকার পতনের আন্দোলন করতে চায় বিএনপি। এ অবস্থায় জোটগত নাকি যুগপৎ আন্দোলন হবে, এমন প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান মান্না বলেন, জোটগতভাবে হোক আর যুগপৎ হোক, আন্দোলন হবেই। আমরা সরকার পতন আন্দোলনের দিকে যাচ্ছি। তবে দিনক্ষণ ঠিক করে কখনো আন্দোলন হয় না।

রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট এখন অনেকটা নিষ্ক্রিয়। এ অবস্থায় বিএনপির বৃহত্তর জাতীয় ঐক্যের ডাক ও ঈদের পর আন্দোলন পুরোটাই হস্যকর একটা বিষয়। আসলে মূলত বিএনপি কোনো ঈদের পরই আন্দোলন করতে পারবে না। ঈদের পরে বিএনপির আন্দোলন রাজনৈতিক কৌশলগত একটা বক্তব্য মাত্র।