• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সাম্প্রদায়িকতা বিনষ্টকারীদের প্রতিহত করতে হবে: আমির হোসেন আমু   

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২  

সাম্প্রদায়িকতা বিনষ্টকারীদের প্রতিহত করতে হবে: আমির হোসেন আমু            
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, নাগরিকদের ঐক্যবদ্ধ করার দরকার নেই। দরকার হল কারা এ দেশে বারবার সাম্প্রদায়িকতা সৃষ্টির চেষ্টা করে। কারা ভোট এলে হিন্দু বাড়িতে আক্রমণ করে। কারা ২০০১ সালে ভোটের পর হিন্দুদের বাড়ি ঘর লুট করে। এদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে পারলেই সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে।

তিনি বলেন, এদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে। মণ্ডপে মণ্ডপে পাহারা দিলেই সম্প্রীতি হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হলে সাম্প্রদায়িকতা বিনষ্টকারীদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে। দলের মধ্যে অনুপ্রবেশকারীদের দিকেও খেয়াল রাখতে হবে। তারা যেন কোনো ঝামেলা করতে না পারে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে  ঝালকাঠিতে জেলা প্রশাসন আয়োজিত সামাজিক-সম্প্রীতির সমাবেশে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।

সামাজিক-সম্প্রীতি সমাবেশে জেলায় বসবাসকারী সব ধর্মের পাঁচ শতাধিক লোক অংশ নেন।