• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করলেন মন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯  

ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেছেন মন্ত্রী মোজাম্মেল হক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার মন্ত্রী ঠাকুরগাঁও সদরে এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উদ্বোধন করেন। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) এই ভবনের তত্ত্বাবধান করছে। এর ব্যয়
প্রায় দুই কোটি ২৪ লাখ টাকা।  

উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এক আলোচনা সভা মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের জন্য ১২ লাখ টাকা ব্যয়ে এ বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। আর তাই মুক্তিযোদ্ধাদের তালিকা হতে হবে স্বচ্ছ, যেখানে বিতর্কের জায়গা থাকবে না।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদরসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতারা।