• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

রংপুর-৩ উপনির্বাচনে অংশ নেবে বিএনপি

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯  

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গত সোমবার রাতে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

আসনটিতে প্রার্থী ঠিক করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে স্থায়ী কমিটি।

স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন, উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ দাবি করেছে বিএনপি।

স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ অংশ নেন।