• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

মহাজোট বিপুল ভোটে জয়লাভ করবে: কাদের

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে আমরা ওভার ওল এটুকু বলতে পারি, হিসেবের অংকে আমাদের দল ও জোট বিপুল ভোটে জয়লাভ করবে। তবে এসব কথা বলা উচিত নয়। কারণ এতে জনগণকে অসম্মান করা হয়। জনগণ আমাদের যত আসনে ভোট দেবে আমরা ততই পাব। আমরা কোনো সংখ্যাতত্ত্বে বিশ্বাস করতে চাই না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী কার্যক্রমকে এগিয়ে নিতে ২৭ নভেম্বরের মধ্যে মনোনয়ন তালিকা চূড়ান্ত করার কোনো বিকল্প নেই। কোনোক্রমেই এই তারিখ অতিক্রম করা যাবে না। আমরা আওয়ামী লীগ এবং মহাজোট- ইলেক্টেবল (নির্বাচিত হবার যোগ্য) ও উইনেবল (সম্ভাব্য বিজয়ী) প্রার্থীদেরই মনোনয়ন দেব।

এছাড়া মনোনয়নের জন্য আওয়ামী লীগের চূড়ান্ত তালিকায় শেষ মুহূর্তে অনেক পরিবর্তন আসছে বলেও জানান তিনি।

এ সময় কথা প্রসঙ্গে বিএনপি নেতা রিজভীর দিকে ইঙ্গিত করে কাদের বলেন, নয়াপল্টনে তাদের একজন আবাসিক প্রতিনিধি রয়েছেন। এ ধরনের আজগুবি অভিযোগ তিনি করেন। এটা হচ্ছে মিথ্যাচার প্রডাকশনের জন্য। জনমত পক্ষে না থাকলে প্রশাসন ও এস্টাব্লিশমেন্ট দিয়ে কোনো মেকানিজম কাজ করবে না।

এদিকে শুক্রবার বুড়িগঙ্গা নদীতে যশোর জেলা বিএনপির সহ-সভাপতি এবং আসন্ন নির্বাচনে দলটির মনোনয়ন প্রত্যাশী আবু বকর আবুর মরদেহ পাওয়ার ব্যাপারে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিষয়টিতে তাদের দলীয় কোন্দল থাকতে পারে। বিএনপির মনোনয়ন প্রত্যাশী অনেক। একজন না থাকলে আরেকজন মনোনয়ন পাবেন। বিএনপির এই প্রার্থীর (আবু বকর) সঙ্গে আওয়ামী লীগের কোনো দ্বন্দ্ব নেই। এখানে আমাদের কোনো স্বার্থেরও বিষয় নেই।

“যশোরের কোন প্রার্থী, বুড়িগঙ্গা নদীতে লাশ, এর মানে তো ‘ডাল মে কুচ কালা হ্যায়’।

অবশ্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হত্যাকাণ্ডে সরকারকে দায়ী করেছেন। ক্ষমতাসীনদের মদদে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

ব্রিফিংকালে অন্যান্যর মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউসার, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান উপস্থিত ছিলেন।