• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ঘুষের টাকা এতিমদের পেছনে ব্যয় করা যাবে কি?

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

প্রশ: আমার কাছে ঘুষের টাকা আছে। এখন উক্ত ঘুষের টাকা দিয়ে গরীব এতিম ছাত্রদের পড়াশুনার খরচ বহন করতে পারবো কি?

উত্তর: শরিয়তের দৃষ্টিতে হারাম পন্থায় উর্পাজিত অর্থের মালিক উপার্জনকারী হয় না। বরং মূল মালিকের মালিকানায় থেকে যায়। এজন্য যদি হারাম পন্থায় উপার্জিত অর্থের মালিকের সন্ধান পাওয়া যায়, তাহলে উক্ত মাল তার কাছে ফেরত দেয়া আবশ্যক। আর যদি মালিকের সন্ধান পাওয়া না যায়, তাহলে মালিকের নামে উক্ত মাল দান করে দেয়া আবশ্যক। নিজ কাজে ব্যয় করা জায়েজ নেই। 

সুতরাং আপনার দায়িত্ব হলো, উক্ত টাকা মালিকের নিকট পৌঁছে দেয়া। আর যদি মালিকের সন্ধান পাওয়া না যায়, তাহলে তাদের নামে দান করে দেবেন। এইক্ষেত্রে আপনি উক্ত টাকা দিয়ে গরিব এতিম ছাত্রদের পড়াশুনার খরচও বহন করতে পারবেন।

(সহিহ মুসলিম:১৫৬৭, ফতওয়ায়ে শামি ৭/৩০৭,আলবাহরুর রায়েক ৬/৪৪১, মাজমুয়ায়ে শরহে মুহাজ্জাব ৯/৩৫১, ইখতিয়ার ২/৮২, ফতওয়ায়ে উসমানি ৩/১২৮, আপকি মাসায়েল ৭/২১৭)।