• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

চলতি হজ মৌসুমের নতুন লোগো প্রকাশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

১৪৪৪ হিজরি সন অর্থাৎ চলতি হজ মৌসুমের নতুন লোগো প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়।

এবারের হজের লোগেতে ‘আজ্জিন বিন্নাস’  (اذن بالناس) শব্দটি যুক্ত করা হয়েছে। যার অর্থ, মানুষের মাঝে হজের ঘোষণা দিন।

সৌদি সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) ও সাবাক ওয়েব সাইটের খবরে এ তথ্য জানানো হয়েছে।

এবারে হজের লোগো নির্ধারণের ক্ষেত্রে পবিত্র কোরআনের সূরা হজের ২৭ নম্বর আয়াতের সঙ্গে মিল রাখা হয়েছে। যেখানে কাবা নির্মাণ শেষে আল্লাহ তাআলা হজরত ইব্র্রাহিম আলাইহিস সালামকে মানুষের মাঝে বায়তুল্লাহতে এসে হজ করার জন্য ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সূরা হজের ২৭ নম্বর আয়াতে মূলত বলা হয়েছে- وَ اَذِّنۡ فِی النَّاسِ بِالۡحَجِّ یَاۡتُوۡکَ رِجَالًا وَّ عَلٰی کُلِّ ضَامِرٍ یَّاۡتِیۡنَ مِنۡ کُلِّ فَجٍّ عَمِیۡ

অর্থ: ‘আর মানুষের কাছে হজের ঘোষণা করে দিন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃশকায় উটের পিঠে করে, তারা আসবে দূর-দূরান্তের পথ অতিক্রম করে’। (সূরা: হজ, আয়াত: ২৭)