• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

সীরাত পাঠ: পরিবর্তন হতে পারে জীবনের মোড়

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

সীরাত মুমিনের হৃদপিণ্ড। আশেকে রাসূলের প্রিয় পাঠ ও পাঠ্য। মিষ্টি মিষ্টি অনুভব এর পাতায় পাতায়। ভালোবাসার আলতো পরশ বাক্যে বাক্যে। পাঠ জুড়ে হৃদয়শান্তির উপায় উপকরণ।

হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী পাঠ আশেকে রাসূলের একটি প্রিয় প্রসঙ্গ। শুধু রবিউল আওয়াল এলেই নয়। সারা বৎসর সচেতন আশেকে রাসূলরা নিজেদের পাঠের তালিকায় প্রথমে রাখেন সীরাতের কোনো গ্রন্থ।

নবীজির জীবনী মুমিন হৃদয়ে প্রশান্তির সমীরণ বয়ে দেয়। হৃদয়ের উত্তাপ কমে যায়। নবীপ্রেমের ব্যথা বেদনা বেড়ে যায়। প্রকৃত প্রেমিক তার প্রেমের গুণসম্ভলিত বর্ণনায় সদাই প্রাণবন্ত থাকে। রাসূল (সা.) এর জীবনী পাঠে মানুষ পায় শান্তির ঠিকানা। সুখের ঠিকানা। সীরাত পাঠ করে বহু অমুসলিম মুসলমান হয়েছে। সীরাতের মাঝে রয়েছে এক অপার্থিব আনন্দ আর আকর্ষণবোধ।

তাই প্রতিজন মুমিনের কর্তব্য হলো সীরাতের বই অধ্যয়ন করা। দৈনন্দিনের পাঠের একটি অংশ যেন সীরাত থাকে। তাহলে রাসূলের ভালোবাসা আমাদের হৃদয় মন আলোকিত করবে।

বাংলাভাষায় বহু সীরাতের বই রয়েছে। অন্য ভাষার বহু সীরাতের বইয়ের সুন্দর অনুবাদ হয়েছে। যেগুলো পড়লে জীবন পরিপূর্ণ হবে। এমন একটি তালিকা নিম্মে দেওয়া হলো- সীরাতের মাস উপলক্ষ্যে নবীজি (সা.) এর জীবনী চর্চায় সহায়ক হবে বলে আমরা এখানে তুলে ধরলাম। আপনার সংগ্রহে রাখতে পারেন তালিকাটি।

০১. সীরাতে খাতামুন্নাবীঈন, লেখক : মোহাম্মদ আফতাব উদ্দীন, প্রকাশক : মদীনা পাবলিকেশান্স

০২. সীরাতে খাতিমুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেখক : হজরত মাও মুহা. মুফতি শফী পাকিস্তান, অনুবাদ ও প্রকাশক : এমদাদিয়া পুস্তকালয়

০৩. সীরাতে মুস্তফা, লেখক : আল্লামা ইদ্রীস কান্দলভী রহ.। প্রকাশক : মদীনা পাবলিকেশান্স

০৪. আর রাহীকুল মাখতুম লেখক : আল্লামা ছফিউর রহমান মোবারকপুরী। অনুবাদ : খাদিজা আখতার রেজয়ী। প্রকাশক : আল কোরআন একাডেমী লন্ডন

০৫. হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম : আমাদের বিপ্লবের নকশা, লেখক : মুহাম্মাদ যাইনুল আবেদীন, প্রকাশক : নাদিয়া বুক কর্ণার।

০৬. সীরাতে রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেখক : মাও মো. আখতার ফারুক। প্রকাশক : এমদাদিয়া লাইব্রেরী।

০৭. মানবতার প্রতীক হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনু মাহমুদ। প্রকাশক : বর্ণবিচিত্রা

০৮. সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মো. আব্দুল করিম খান। প্রকাশক : জনতা প্রকাশ

০৯. বিশ্বশান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার হজরত মুহাম্মাদ। মাওঃ রুহুল আমীন, প্রকাশক : ইনকিলাব পাবলিকেশন।

১০. বিশ্বনবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামত, শফিউল ইসলাম, প্রকাশক : ঝিঙেফুল

১১. বিশ্বনবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর জীবনী। অধ্যাপক মাওলানা সিরাজউদ্দীন,

১২. শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত মাও. মুফতী শফী (র.),

১৫. বিশ্বনবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী। ড. এনামুল হক, প্রকাশক : সিদ্দিকীয়া পাবলিকেশন্স।

১৬. মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তওফিকুল হাকীম মিশরী। প্রকাশক: আল কোরআন একা: পাবলিকেশন্স

১৮. সহজ বাংলা সীরাতে খাতেমুল আম্বিয়া। মুফতী মীযানুর রহমান কাসেমী, প্রকাশক: ফয়েজিয়া কুতুবখানা।

১৯. সীরাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম নব্বী (রহঃ)। প্রকাশক: মোহাম্মদী লাইব্রেরী।

২০. সীরাতে রাসূলে আকরাম : বিশ্ব নবীর জীবনী। মুফতী মীযানুর রহমান কাসেমী, প্রকাশক: নাদিয়াতুল কোরআন।

২১. সীরাতে ইবনে হিশাম। প্রকাশক: বাংলাদেশ ইসলামিক সেন্টার

২৩. মহানবীর সীরাত কোষ, খান মোসলেহ উদ্দীন আহমদ। প্রকাশক : আধুনিক বই পাবলিকেশন

২৪. বিষয়ে বৈচিত্রে সীরাত, মোহাম্মদ আশরাফুল ইসলাম। প্রকাশক : মদীনা পাবলিকেশান্স

২৫. সীরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে ইসহাক শহীদ আখন্দ। প্রকাশক : গতিধারা

২৬. বাংলা ভাষায় সীরাত চর্চা, মুহাম্মাদ আব্দুর রব। প্রকাশক : বশির ফাউন্ডেশন

২৭. সীরাত বিশ্বকোষ। প্রকাশক: ইসলামিক ফাউন্ডেশন

২৮. ৬০০ এরও অধিক প্রশ্নোত্তর সম্বলিত সহজ সীরাত। হজরত মাও : মুফতী শফী, বাড প্রন্ট এন্ড পাবলিকেশন্স

২৯. সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ড. মোঃ ইব্রাহীম খলিল। প্রকাশক : মেরিট ফেয়ার প্রকাশন

৩০. শিশু-কিশোর সীরাতুন্নবী (সা.) সিরিজঃ ১-১০ খন্ড। ইয়াহইয়া ইউসুফ নদভী, প্রকাশক : মাকতাবাতুল আশরাফ।

৩১. ছোটদের নবী-রাসূল সিরিজ, মাওলানা মিরাজ রহমান। প্রকাশক : মাকতাবাতুত তাকওয়া

৩৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের বিরল ঘটনাবলী। মোঃ জহিরুল হক, প্রকাশক : দারুল কিতাব

৩৫. এরশাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা তাকী উসমানী, প্রকাশক : মোহাম্মদী লাইব্রেরী

৩৬. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ২৪ ঘন্টা, মুফতী আবুল কাসেম গাজী। প্রকাশক : পিস পাবলিকেশন

৩৭. আল্লাহর শ্রেষ্ঠত্ব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মোহাম্মদ হাবিবউল্লাহ, প্রকাশক : আশীষ প্রকাশনা সংস্থা।

৩৮. যে যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি ছিলেন। মাওলানা মোফাজ্জল হক, প্রকাশক : দারুল কিতাবুল্লা

৩৯. রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রেরণের উদ্দেশ্য এবং তাঁর সঠিক অনুসরণ বুঝায় মাপকাঠি,

৪০. উস্ ওয়ায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাছায়েছুল কুবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র ও মুজেজা,

৪১. স্বপ্ন জগতে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাও মোহা. আমিনুল ইসলাম (রহ.)। প্রকাশক : আন-ন‚র পাবলিকেশন্স,

৪২. প্রিয়নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামা ডঃ মু. ইনায়েতুল্লাহ সুবহানী,

৪৩. প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার খলিফা, খন্দকার মনসুর আহমদ। প্রকাশক : মদীনা পাবলিকেশান্স

৪৪. ছোটদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সোহেল। প্রকাশক : আলিফ পাবলিকেশন্স

৪৬. ছোটদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদ জসীমউদ্দিন জিহাদী। প্রকাশক : ইসলামিয়া কুতুবখানা

৪৭. ছোটদের প্রিয়নবী হজরত মোহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলমগীর হোসেন খান। প্রকাশক : সাহিত্য বিকাশ

৪৮. ছোটদের প্রিয়নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহম্মদ জালালউদ্দীন বিশ্বাস,

৪৯. ছোটদের প্রিয়নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোঃ গোলাম মোস্তফা ছিদ্দিকী, প্রকাশক : অধুনা প্রকাশন

৫০. বিশ্বনবী, মাওলানা আবদুর রউফ। প্রকাশক : মৌ প্রকাশনী

৫১. বিশ্বনবী, গোলাম মোস্তফা। প্রকাশক : আহমদ পাবলিশিং হাউজ

৫২. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অধ্যাপক মাওলানা সিরাজউদ্দীন। প্রকাশক : আলিফ পাবলিকেশন্স

৫৩. তিনি চাঁদের চেয়ে সুন্দর, খাদিজা আখতার রেজায়ী। প্রকাশক : আল কোরআন একাডেমীপাবলিকেশন্স।

৫৪. আমাদের বিশ্বনবী। মাওলানা আবুল খায়ের মোঃ ছিদ্দীক। প্রকাশক : সালমা বুক ডিপো।

৫৫. ছোটদের বিশ্বনবী। মোশাররফ হোসেন খান, প্রকাশক : আহসান পাবলিকেশন।

৫৬. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা ওয়ালীউল্লাহ আব্বাসী, প্রকাশক: ইছামতি প্রকাশনী।

৫৭. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । মুহাম্মাদ শাহিদুল ইসলাম, প্রকাশক: সমাচার।

৫৮. আমাদের বিশ্বনবী। মাওলানা বদিউজ্জামান আনওয়ারী, প্রকাশক: নিউ শিখা প্রকাশনী।

৫৯. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান, প্রকাশক: সুলেখা প্রকাশনী।

৬০. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত। এ কিউ এম ছিফাতুল্লাহ, প্রকাশক: প্রফেসর’স বুক কর্ণার।

৬১. ছোটদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা খন্দকার মোঃ বশির উদ্দিন, প্রকাশক: বিউটি বুক হাউস।

৬২. বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । মাওলানা যাকারিয়া (রহ.) প্রকাশক: সমাচার।

৬৩. ছন্দে সুরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মো: আবদুল আলীম, প্রকাশক: উৎস প্রকাশন।

৬৪. বিশ্ব সাহিত্যে বিশ্বনবী। মুহাম্মাদ নুরুল আমীন, প্রকাশক: অ্যাডর্ন পাবলিকেশন।

৬৫. জীবরাইলের জবানবন্দী। খাদিজা আখতার রেজায়ী, প্রকাশক: আল কোরআন একা: পাবলিকেশন্স।

৬৬. বিশ্ব সাহিত্যে বিশ্বনবী। মুহাম্মাদ নুরুল আমীন, প্রকাশক : অ্যাডর্ন পাবলিকেশন।

৬৭. ছোটদের বিশ্বনবী (সা.)। আ. শ. ম. বাবর আলী, প্রকাশক : ন্যাশনাল পাবলিকেশন।

৬৮. বিশ্বনবী (সা) মিরাজ। মাওলানা মোস্তাফিজুর রহমান, প্রকাশক : সোলেমানিয়া বুক হাউস।

৭৯. বিশ্বনবী-বিশ্বনেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । মোছাম্মত কবিতা সুলতানা, প্রকাশক : মদীনা পাবলিকেশান্স।

৭০. ছোটদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসুদ উশ শহীদ, প্রকাশক : সূচিপত্র।

৭১. বিশ্ব নিয়ন্তার নিকট বিশ্বনবী। মাওলানা মুহাম্মাদ জিল্লুর রহমান নাদভী, প্রকাশক : মদীনা পাবলিকেশান্স।

৭২. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনালোকে, মুহাম্মাদ আব্বাস আলী সরকার। প্রকাশক : অনামিকা পাবলিকেন্স।

৭৩. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর মেরাজ, হজরত মাও মোহাম্মদ আইয়ূব আলী। প্রকাশক : সানন্দা প্রকাশনী।

৭৪. ধর্মগ্রন্থে বিশ্বনবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শামস পিকাগো প্রকাশক : সুলেখা প্রকাশনী।

৭৬. চিরভাস্বর বিশ্বনবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আ.জ.ম. সিকানদার মোমুাজী, প্রকাশক: গতিধারা।

৭৭. প্রশ্ন-উত্তরে ছোটদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহ আইয়ুব বিন হায়দার, প্রকাশক : আরো প্রকাশন।

৭৮. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর জীবনী, হজরত আবদুস ছোবহান, প্রকাশক : সোহেল বুক ডিপো।

৭৯. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ও জীবনাদর্শ, আনু মাহমুদ, প্রকাশক : এশিয়া পাবলিকেশন্স।

৮০. বিজ্ঞানের দৃষ্টিতে বিশ্বনবী ও ইসলাম। মাও মুহাম্মাদ আবদুর রহীম (রহ.), খায়রুন প্রকাশনী।

৮১. বিশ্বনবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জীবনী, হজরত মাও আহমদ ছৈয়দ কাওছার, জোনাকী প্রকাশনী।

৮২. বিশ্বনবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী, হাফেজ মাও মুফতী মুহিউদ্দিন কাশেম,

৮৩. বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী. আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুস জলিল, ৮৪. বিশ্বনবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামত, শফিউল ইসলাম, প্রকাশক : ঝিঙেফুল।

৮৫. কবিতার ছন্দে নবী জীবন, কর্নেল (অব.) মোহা. দিদারুল আলম, প্রকাশক : শাহীন প্রকাশনী।

৮৬. নবী জীবনের বাঁকে বাঁকে, মুফতী এনায়েতুল্লাহ, প্রকাশক : মাকতাবাতুল আখতার।

৮৭. নবী জীবনে টুকরো কথা, মাওঃ মুশতাক আহাম্মদ, প্রকাশক : দারুল কিতাব।

৮৮. নুর নবী, এয়াকুব আলী চৌধুরী, প্রকাশক : বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ।

৮৯. প্রিয়তম নবী, শিশির দাস, প্রকাশক : প্রফেসর’স বুক কর্ণার।

৯০. নবী দুলালী, নাসির হেলাল, প্রকাশক : সুহৃদ প্রকাশন।

৯১. মানুষের নবী, আবদুল আজিজ আল-আমান, প্রকাশক : ইসলামিক ফাউন্ডেশন।

৯২. সিরাতুন নবী, ড. সৈয়দ মাহমুদুল হাসান, প্রকাশক : আলেয়া বুক ডিপো।

৯৩. মহান নবী, সানিয়া সনাইন খান, প্রকাশক : বাংলাপ্রকাশ।

৯৪. বিশ্ব নবী, সাইদুল ইসলাম, প্রকাশক : মৌ প্রকাশনী।

৯৫. নবী সম্রাট, মোবারক করীম জওহর, প্রকাশক : খান ব্রাদ্রার্স এনড কোম্পানী।

৯৬. নবী পরিচয়, মাওলানা মমতাজ উদ্দিন আহম্মেদ, প্রকাশক : দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)।

৯৭. আদাবুন নবী, হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী (রহ.), প্রকাশক : বাংলাদেশ তাজ কোম্পানী লিঃ।

৯৮. আমাদের নবী করুণার ছবি, গুলশান আরা। প্রকাশক : মদীনা পাবলিকেশান্স।

৯৯. প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোতাহার হোসেন সূফী, প্রকাশক: অনন্যা।

১০০. নবী যুগে তাবলীগ, মাওলানা উমর পালনপুরী (র), প্রকাশক: নাদিয়া বুক কর্ণার।

১০১. আমাদের বিশ্ব নবী, নাসির হেলাল, প্রকাশক : সুহৃদ প্রকাশন।

১০২. নবী পরিবারের প্রতি ভালোবাসা, মাও মাহমুদুল হাসান, প্রকাশক : মাকতাবাতুল আবরার।

১০৩. আহলে বাইণ : নবী পরিবার, বেগম রাজিয়া হোসাইন, প্রকাশক : মাম্মী প্রকাশন।

১০৪. শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখতার-উল-আলম, প্রকাশক : জ্ঞানকোষ প্রকাশনী।

১০৫. হৃদয়ের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজী মশিউর রহমান আকাশ, প্রকাশক : শিরীন পাবলিকেশন্স।

১০৬. বিশ্বের প্রদীপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজী মোঃ শফিকুল হক আল-কাদরী, প্রকাশক : বাঁধন পাবলিকেশন্স।

১০৭. বিশ্বনবীহজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জীবনী, হজরত মাও আহমদ ছৈয়দ কাওছার, প্রকাশক : জোনাকী প্রকাশনী।

১০৮.হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীকে কী দিয়েছেন, আল্লামা আবুল হাসান আলী নদভী (রহ.),

১০৯. বিশ্বনবীহজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী, হাফেজ মাও মুফতী মুহিউদ্দিন কাশেম

১১০. হান্ড্রেট সেইংস অফ প্রপেট মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী ইবনে আবু তালিব (রা.), প্রকাশক : র‌্যামন পাবলিশার্স।

১১১. মহানবীর আদর্শ জীবন, আবদুল হামীদ ফাইযী, প্রকাশক : তাওহীদ পাবলিকেশন্স।

১১২. মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চরিত, ড. মুহাম্মাদ হোসাইন হায়কল, প্রকাশক: ইসলামিক ফাউন্ডেশন।

১১৩. মহানবীর মহাজীবন, আবু জাফর, প্রকাশক : প্রফেসর’স বুক কর্ণার।

১১৪. মহানবীর গল্প, কে এম ফিরোজ খান, প্রকাশক : খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি।

১১৫. মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ, মোহাম্মদ সা’দাত আলী, প্রকাশক : আহমদ পাবলিশিং হাউস।

১১৬. মুহাম্মাদ (সা.) নিকটতম সূত্রনির্ভর জীবনী, মার্টিন লিংগস, সৃজনী।

১১৭. মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক শিক্ষা, অধ্যাপক মুহাম্মাদ আকরাম খান,

১১৮. মহানবীর সীরাত কোষ, খান মোসলেহ উদ্দীন আহমদ, প্রকাশক : আধুনিক বই পাবলিকেশন।

১১৯. মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ, মোহাম্মদ সা’দাত আলী, প্রকাশক : আহমদ পাবলিশিং হাউজ।

১২০. মহানবীর কীর্তিমান পূর্বপুরুষগণ, আবু বকর রফীক, প্রকাশক : অ্যাডর্ন পাবলিকেশন।

১২১. মহানবীর সিনাচাক বা বক্ষ-বিদারণতত্ত¡, হেলালুজ্জামান হেলাল, প্রকাশক : রমিন পাবলিকেশন্স।

১২২. বিভিন্ন ধর্মগ্রন্থে আল্লাহ ও মুহাম্মাদ, ইসমাঈল হোসেন দিনাজী, প্রকাশক : জ্ঞান বিুরণী।

১২৩. মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনাদর্শ, অধ্যাপক আহমদ আ কাদের, প্রকাশক : বিশ্বকল্যাণ পাবলিকেশন্স।

১২৪. মুহাম্মাদ : মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী, ক্যারেন আর্মস্ট্রং প্রকাশক : সন্দেশ।

১২৫. ছালাতুর রাসূল, মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব, প্রকাশক: তাওহীদ পাবলিকেশন্স।

১২৬. হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরদৌস মজুমদার, প্রকাশক : প্রীতম প্রকাশ।

১২৭. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর হাদীস, মুহাম্মাদ আব্দুর রহমান খন্দকার, প্রকাশক : রিমঝিম প্রকাশনী।

১২৯. ছালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব, হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ।

১৩০. উসওয়ায়ে আসহাবে রাসূল, মাওলানা আবদুল সালাম নদভী, প্রকাশক : বইঘর।

১৩১. কে আল্লাহ কে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী আরাবী আব‚ হামযা, প্রকাশক: সোনালী সোপান।

১৩৪. পঁচিশজন নবী ও রাসূল, হজরত মাও সিরাজুল ইসলাম, প্রকাশক: সমাচার।

১৩৫. ঘোড়ার পিঠে রাসূল সেনা, মাওলানা ফজলুদ্দীন শিবলী, প্রকাশক: আকিক পাবলিকেশন্স।

১৩৬. আদর্শ শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শায়খ আ ফাত্তাহ আবু গুদ্দাহ রহ., প্রকাশক: ইসলামিয়া কুতুবখানা।

১৩৭. শিশু নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখ মোহাম্মদ ইসমাইল, প্রকাশক: মননপ্রকাশ।

১৩৮. বৈজ্ঞানিক মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদ শাহিদুল ইসলাম, প্রকাশক: সমাচার।

১৪০. জগদগুরু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদ নুরল ইসলাম, প্রকাশক: মম প্রকাশ।

১৪১. বৈজ্ঞানিক মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদ নুরল ইসলাম, প্রকাশক: মম প্রকাশ।

১৪২. মুওয়াত্তা ইমাম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মুহাম্মাদ আশ্-শায়বানী (র), প্রকাশক: আহসান পাবলিকেশন।

১৪৩. চেরাগে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামা কাজী মু. যাহেদ আল হোসাইনী, প্রকাশক: মদীনা পাবলিকেশান্স।

১৪৪. মুমিনের ভালবাসা হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদ যাইনুল আবিদীন, প্রকাশক: মাকতাবাতুল আখতার।

১৪৫. হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার জীবন, মাওলানা মুহাম্মাদ যাইনুল আবিদীন, প্রকাশক: কমন।

১৪৬. মানবতার মহান শিক্ষক হজরত মুহাম্মাদ, মুহাম্মাদ আমীমুল এহসান, প্রকাশক: মম প্রকাশ।

১৪৭. রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুযেজা, হারুন ইয়াহিয়া, প্রকাশক: খোশরোজ কিতাবমহল।

১৪৯. মরু ভাস্কর, মোহাম্মদ ওয়াজেদ আলী।

১৫০. বৈজ্ঞানিক মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদ নুরল ইসলাম, প্রকাশক: মম প্রকাশ।

১৫১. মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জীবনী, মুহাম্মাদ মারমাডিউক পিকথাল, প্রকাশক: গোধূলী প্রকাশ।

১৫২. হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিপ্লবের নকশা, মাওলানা মুহাম্মাদ যাইনুল আবিদীন, প্রকাশক: নাদিয়া বুক কর্ণার।

১৫৩. চিরভাস্বর বিশ্বনবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আ.জ.ম. সিকানদার মোমুাজী, প্রকাশক: গতিধারা।

১৫৪. বিশ্বনবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন। আল্লামা ডঃ মুহাম্মাদ ইনায়েতুল্লাহ সুবহানী, প্রকাশক: বাড কম্পিট এনড পাবলিকেশন্স।

১৫৫. সেনাপতি মু. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর যুদ্ধ কৌশল, মাওঃ আবু তাহের মুহাম্মাদ শফিউদ্দিন, প্রকাশক: জামেয়া প্রকাশনী।

১৫৬. মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসাইন বিন সোহরাব, প্রকাশক: হুসাইন আল-মাদানী প্রকাশনী।

১৫৭. আমাদের মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেলেনা খান, প্রকাশক: পালক পাবলিশার্স।

১৫৮. মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, আবদুল্লাহ ইউসুফ মোহাম্মদ, প্রকাশক: সাহিত্য বিকাশ।

১৫৯. বিভিন্ন ধর্মগ্রন্থে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডা. জাকির নায়েক, প্রকাশক: পিস পাবলিকেশন।

১৬০. বিশ্বধর্মগ্রন্থে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেখ মুহম্মদ রুস্তম আলী, প্রকাশক: সাহিত্য বিলাস।

১৬১. ধর্মগ্রন্থে বিশ্বনবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামস পিকাগো, প্রকাশক: সুলেখা প্রকাশনী।

১৬১. স্রষ্টার সৃষ্টি: বৈজ্ঞানিক মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খন্দকার মাশহুদ-উল-হাছান, প্রকাশক: জ্ঞান বিুরণী।

১৬২. বাণী: হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্তাফা জামান আব্বাসী, প্রকাশক: চারুলিপি প্রকাশন।

১৬৩. মুহাম্মাদ: মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী, ক্যারেন আর্মস্ট্রং, প্রকাশক: সন্দেশ।

১৬৪. দ্য প্রফেট মুহাম্মাদ, বার্নাবি রজারসন, প্রকাশক: রোদেলা প্রকাশনী।

১৬৫. দার্শনিক মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জ্যোতিষশাস্ত্রী ড. শেখর রায়, প্রকাশক: বিভাস।

১৬৬. বি স্মার্ট উইথ মুহাম্মাদ, হিশাম আল আওয়াদি , মাসুদ শরীফ, প্রকাশক গার্ডিয়ান।

১৬৭. মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী , আবদুল্লাহ ইউসুফ মোহাম্মদ, প্রকাশক: অনন্যা।

১৬৮. হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী, রশিদ আহমেদ, প্রকাশক: শিরিন পাবিলিকেশন্স।

১৬৯. ছোটদের মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৈয়দ হালিম, প্রকাশক: ঐতিহ্য।

১৭০.হজরত মুহাম্মাদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলানা নুরউদ্দিন আহমদ, প্রকাশক: বিউটি বুক হাউস।

১৭১. হৃদয়ে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল হোসেন সরকার, প্রকাশক: মুক্তদেশ প্রকাশন।

১৭২. হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী, শেখ মোহাম্মদ ইসমাইল, প্রকাশক: জ্ঞানকোষ।

১৭৩. ছোটদের প্রিয়নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলমগীর হোসেন খান, প্রকাশক: সাহিত্য প্রকাশ।

১৭৪. ছোটদের হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহ মনিরুজ্জামান, প্রকাশক: কারেন্ট পাবলিকেশন্স লিঃ।

১৭৫. নূরের ফুল হজরত মুহাম্মাদ, দেলওয়ার বিন রশিদ, প্রকাশক: গতিধারা।

১৭৬. মানবতার বন্ধু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নঈম সিদ্দিকী, প্রকাশক: শতাব্দী।

১৭৭. মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনু মাহমুদ। প্রকাশক: গ্লোব লাইব্রেরী (প্রাঃ) লি.।

১৭৯. রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারুন ইয়াহিয়া।

১৮১. বাংলা ভাষায় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত, নাসির হেলাল, প্রকাশক : সুহৃদ।

১৮২. রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাফর, প্রকাশক : খোশরোজ কিতাবমহল।

১৮৩. বিশ্ববরেণ্য মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোন্দকার আবদুর রশীদ, প্রকাশক : মদীনা পাবলিকেশন্স।

১৮৪. তখন মাক্কা মাদীনায়, আবদুল আযীয আল-আমান, প্রকাশক : হরফ পাবলিকেশন।

১৮৫. ত্রিভুবনের প্রিয় মুহাম্মাদ, মুহাম্মাদ যাইনুল আবেদীন, প্রকাশক : বইঘর।

১৮৬. সবুজ গম্বুজের ছায়া, মাওলানা শরীফ মুহাম্মাদ, প্রকাশক : মাকতাবাতুল আযহার।

১৮৭. ফুল পাখিদের নবী, হুমায়ুন আইয়ুব, প্রকাশক : ভাষাচিত্র।

১৮৯. হেরা পর্বতের সেই কোহিনুর, শেখ শামসউদ্দীন আহমদ।

১৯০. নবী চরিত (প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর জীবনী), অধ্যাপক মাওলানা সিরাজউদ্দীন, আলিফ পাবলিকেশন্স।

১৯১. নবী সম্রাট, মোবারক করীম জওহর, প্রকাশক খান ব্রাদার্স।

১৯২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর পদপ্রান্তে, মুস্তাফা জামান আব্বাসী, প্রকাশক ঐতিহ্য।

১৯৩. প্রিয়তমা, সালাহউদ্দীন জাহাঙ্গীর। প্রকাশক নবপ্রকাশ।

১৯৪. মহানবী, সৈয়দ আলী আহসান। প্রকাশক অনির্বাণ।

১৯৫. ফুলকুঁড়িদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিন আরফান। জলছবি প্রকাশন।

১৯৮. কেমন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যেদ সুলায়মান নদভী, ইসলামিয়া কুতুবখানা।