• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে হাজী সমাবেশ অনুষ্ঠিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯  

ঠাকুরগাঁও জেলা হাজী সংগঠনের আয়োজনে ১৮ সেপ্টেম্বর বুধবার জেলার হাজীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের হাজী সংগঠনের মসজিদ ও কমপ্লেক্সে দিনব্যাপী এই সমাবেশে জেলার প্রায় ৫শত নতুন ও পুরাতন হাজী সমবেত হয়। 

জেলা হাজী সংগঠনের সভাপতি আলহাজ্জ একেএম আব্দুল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম ও বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মো. আবুল কাশেম।

স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও সমাবেশে আরো বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. ইউনুস আলী, মোদাচ্ছের হোসেন, মো. আব্দুল লতিফ, মো. সাইফুর রহমান, মো. জাফরুল্লাহ, মো. রফিকুল ইসলাম, মো. রফিকুল আলম, আনিসুর রহমান, আবু হেনা, মো. জালালউদ্দিন, মোমিনুল হক, আমিনুল ইসলাম, মো. আব্দুল মতিন প্রমুখ। বক্তাগণ মক্কা ও মদিনায় সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন।

জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, হাজীগণ হলেন সমাজের সম্মানীত ব্যক্তি। তাঁদের সমাজ গঠনে ভূমিকা রাখা উচিৎ। অন্যান্য বছরের তুলনায় এবার হাজীগণ নির্বিঘ্নে হজ্জব্রত পালন করতে পেরেছেন বলেও তিনি মন্তব্য করেন। 

পরে অনুষ্ঠিত হয় মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন মো. মইনুল হোসেন জুয়েল।