• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

২ উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ ২১৮ রান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২০  

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ইনিংসে ভর করে বড় সংগ্রহ পেয়েছে খুলনা। নির্ধারিত ২০ ওভার শেষে তাদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২১৮ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান। মাত্র ৩৩ রানে ২ উইকেট তুলে নিয়ে শুরুটা ভালো ছিল কুমিল্লার। কিন্তু এরপর আর হাসিমুখ থাকেনি দলটির।
 
মিরাজ আর মুশফিকের পাল্টা আক্রমণে দিশেহারা হয়ে পড়ে কুমিল্লার বোলাররা। একেরপর এক বল আছড়ে পড়তে থাকে বাউন্ডারির ওপারে। ৩৩ বলে অর্ধশতক তুলে নেন মিরাজ। অপরপ্রান্তে মুশফিক অর্ধশতক তুলে নেন ৩৮ বলে। 

অর্ধশতক তুলে নিয়ে আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন মুশফিক। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৯৮ রানে অপরাজিত থাকেন তিনি।এর আগে ব্যক্তিগত ৭৪ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন মেহেদী মিরাজ। কুমিল্লার বোলারদের মাঝে একটি করে উইকেট নেন ইরফান হোসেন ও মুজিব উর রহমান।

এ ম্যাচে হেরে গেলে কুমিল্লার বঙ্গবন্ধু বিপিএল যাত্রার সমাপ্তি ঘটবে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ডেভিড মালানের দলের জয়ের বিকল্প নেই। অবশ্য জিতলেও প্লে অফ নিশ্চিত হবে না তাদের। তাকিয়ে থাকতে হবে আগামীকালের খুলনা টাইগার্স ও ঢাকা প্লাটুন ম্যাচের দিকে।দু'দলের আগের দেখায় ৩৪ রানের জয় পেয়েছিল খুলনা টাইগার্স।