• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০  

করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে বেশ আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে পাকিস্তান। চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ দিয়ে ঘরের মাঠে ক্রিকেট ফেরাবে করবে দেশটি। এই সিরিজসহ আগামী ২ বছরের জন্য নিজেদের ক্রিকেট সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূচি অনুযায়ী আগামী বছরের নভেম্বরে ২ টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে তারা।
পিসিবির প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ বছরে দুটি এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও কমপক্ষে ১০টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান। বাংলাদেশ ছাড়া নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবে তারা। 

হোম সিরিজে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে পাকিস্তান। এর পাশাপাশি ২০২২ সালের এশিয়া কাপও আয়োজন করবে পিসিবি।

পাকিস্তানের আগামী দুই বছরের সম্ভাব্য ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি)-

২০২০ সাল
অক্টোবর/নভেম্বর- জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি (ঘরের মাঠে)
নভেম্বর/ডিসেম্বর- নিউজিল্যান্ডের বিপক্ষে বিপক্ষে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি (নিউজিল্যান্ডের মাটিতে)

২০২১ সাল
জানুয়ারি/ফেব্রুয়ারি- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি (ঘরের মাঠে)
এপ্রিল- জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি (জিম্বাবুয়ের মাটিতে)
জুন- ইংল্যান্ডের বিপক্ষে ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি (ইংল্যান্ডের মাটিতে)

সেপ্টেম্বর/অক্টোবর- নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি (ঘরের মাঠে)
নভেম্বর- বাংলাদেশের বিপক্ষে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি (বাংলাদেশের মাটিতে)
ডিসেম্বর- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি (ঘরের মাঠে)

২০২২ সাল
ফেব্রুয়ারি/মার্চ- অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি (ঘরের মাঠে)
জুলাই- শ্রীলঙ্কার বিপক্ষে ৩ টি করে টেস্ট ও ওয়ানডে (শ্রীলঙ্কার মাঠে)

এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ
২০২১ সালে শ্রীলঙ্কায় এশিয়া কাপ (সূচি চূড়ান্ত হয়নি)
২০২১ সালে অক্টোবর/নভেম্বরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ
২০২২ সালে পাকিস্তানে এশিয়া কাপ (সূচি চূড়ান্ত হয়নি)।