• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ বাবুল 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২১  

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির অন্যতম বড় কারণ ক্যাচ মিস। দলের খেলোয়াড়দের একের পর এক ক্যাচ মিসের মহড়ায় কঠিন সমালোচনার মুখে পড়েছিলেন টাইগারদের ফিল্ডিং কোচ রায়ান কুক। ব্যর্থতার কারণে তাকে বাদ দিয়ে নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে, বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ হয়েছেন দেশের ক্রিকেটের পরিচিত মুখ মিজানুর রহমান বাবুল। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

গত বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেবার আকবর আলিদের হেড কোচের ভূমিকায় ছিলেন বাবুল। আপাতত পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজে এই অভিজ্ঞ কোচকে দায়িত্ব দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এবারের টি-২০ বিশ্বকাপে ফিল্ডিংয়ে দৈন্য দশা বাংলাদেশকে প্রচুর ভুগিয়েছে। স্পর্শকাতর সময়ে ক্যাচ মিসের কারণে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ হেরেছে লাল সবুজরা। এছাড়া প্রায় প্রতি ম্যাচেই কম বেশি ক্যাচ ছেড়েছেন মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুবরা।

টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার কারণে রায়ান কুকের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত কয়েকদিন ধরেই একজন দেশি কোচ খোঁজা হচ্ছিল। অবশেষে প্রোটিয়া কোচের বিকল্প হিসেবে দায়িত্ব পেয়েছেন বাবুল।