• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

মোস্তাফিজের কাটারে শাণ দিতে চান ল্যাঙ্গাভেল্ট

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯  

কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে আবিষ্কার করেছিলেন হিট স্ট্রিক। ক্যারিয়ারের শুরু থেকেই বিশ্বকে তাক লাগিয়ে দেয়া ফিজ এরপর গেল বছরগুলোতে দীক্ষা নিয়েছেন কোর্টনি ওয়ালশের কাছে। এবার তার নতুন শিক্ষক চার্ল ল্যাঙ্গাভেল্ট।

টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে যোগ দিয়েই দলের প্রধান বোলিং অস্ত্র মোস্তাফিজকে নিয়ে কাজ শুরু করে দিয়েছেন এই প্রোটিয়া কোচ।

আগামী মাসে আফগানিস্তানের সঙ্গে একটি টেস্ট খেলবে টাইগাররা। এছাড়াও একই মাসে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে তিন জাতি টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ।

ল্যাঙ্গাভেল্ট বলেন, ‘উপমহাদেশের উইকেটগুলো স্পিন সহায়ক হিসেবে তৈরি করা হয়। তাই এখানে পেসারদের ভালো করাটা কঠিন। তাই বলে অসম্ভব নয়। চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চাই। নতুন বলে সফলতার পথ দেখাতে চাই বোলারদের। নতুন বলে প্রতিপক্ষের উইকেট তুলে নেয়াটা সবসময়ই গুরুত্বপূর্ণ। আর পেসারদের লাইন-লেন্থ ধরে রাখা তো অবশ্যই জরুরি।’

গত সোমবার থেকে ৩৫ জনের দলে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে মিরপুরে কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে। এরইমধ্যে টাইগারদের নতুন হেড কোচ রাসেল ডোমিঙ্গোও শিষ্যদের নিয়ে কাজ শুরু করেছেন।