– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ নিরাপদ সড়ক চাই পীরগঞ্জ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় দুই মুসল্লি আহত, আটক ২ রংপুরে ৫০ লাখ ছাগল-ভেড়া পাবে পিপিআর টিকা

গুরুতর আহত হয়ে আইসিইউতে স্প্যানিশ গোলরক্ষক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

স্পেনে গুরুতর আহত হয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) স্প্যানিশ গোলরক্ষক সার্জিও রিকো। ঘোড়দৌড় দুর্ঘটনায় মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন তিনি। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে ২৯ বছর বয়সী এই গোলরক্ষককে।

পিএসজির পাশাপাশি স্পেনের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন রিকো। শনিবার (২৮ মে) পিএসজি চ্যাম্পিয়ন হওয়ার পর ক্লাবের পক্ষ থেকে দলের ফুটবলারদের ছুটি দেয়া হয়েছিল। সেই ছুটি উপভোগের জন্য প্যারিসে না থেকে নিজ শহর স্পেনের সেভিয়ায় যান তিনি।

সেখানেই এক ঘোড়দৌড়ে অংশ নেন রিকো। একপর্যায়ে উল্টো দিক থেকে আরেকটি ঘোড়ার সঙ্গে তার ঘোড়ার সংঘর্ষ ঘটে। এতে ঘোড়ার পিঠ থেকে পিএসজির এই গোলরক্ষক মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। দ্রুতই তাকে সেভিয়ার একটি হাসপাতালে নেয়া হয়। 

এক বিবৃতিতে পিএসজি জানায়, আমরা রিকোর গুরুতর আহত হওয়ার ঘটনাটি জেনেছি। তার পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। 

২০১৯ সালে ফরাসি ক্লাবটিতে যোগ দেন রিকো। মূলত ক্লাবটির প্রধান গোলরক্ষক দোনারুম্মার বিকল্প হিসেবেই ছিলেন তিনি। ২০১৪ সালে সেভিয়ার জার্সিতে পেশাদার ক্যারিয়ার শুরু করেন এ স্প্যানিশ।