• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

চট্টগ্রাম টেস্ট অসমাপ্ত রেখেই ফিরে যাচ্ছেন ম্যাচ রেফারি বুন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ পরিচালনা করতে বাংলাদেশে এসেছিলেন খ্যাতিমান ক্রিকেট ম্যাচ রেফারি ডেভিড বুন। চট্টগ্রাম টেস্টে তিনি ছিলেন ম্যাচ রেফারির ভূমিকায়। কিন্তু ম্যাচ অসমাপ্ত রেখেই তাকে ধরতে হচ্ছে দেশের প্লেনের টিকেট।

বৃহস্পতিবার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্টে দায়িত্ব পালন করার সময় মায়ের মৃত্যুসংবাদ পান ডেভিড বুন। ৮৬ বছর বয়সে বুনের মা লেসলি বুন মারা গেছেন অস্ট্রেলিয়ার হোবার্টে। জন্মদাত্রীর মৃত্যু সংবাদ শুনে বেশ ভেঙে পড়েন চট্টগ্রাম টেস্টের ম্যাচ রেফারি বুন। অস্ট্রেলিয়া ফেরার জন্য প্রস্তুতি রাখলেও শুক্রবারও দেশে ফেরা হচ্ছে না তার। যে এয়ারলাইন্সে করে বাড়ি ফিরবেন, সেটির ফ্লাইট শিডিউল মিলেছে শনিবারে। তাই ২৪ নভেম্বর বাংলাদেশ ছাড়বেন তিনি।

একদিন দায়িত্ব পালন করেই বুনের দেশে ফেরার তাড়া থাকায় তার বদলে এই টেস্টের বাকি চারদিন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন আখতার আহমেদ, যিনি বাংলাদেশের আইসিসির দুই প্যানেল ম্যাচ রেফারির একজন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ম্যাচ রেফারির দায়িত্ব পালন করা আখতারকে তাৎক্ষনিক দায়িত্ব দিলেও ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্টে দায়িত্ব পালন করতে শিগগিরই বাংলাদেশে আসবেন অ্যান্ডি পাইক্রফট।

এদিকে ম্যাচ রেফারি ডেভিড বুনের মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, শুক্রবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে বুনের মায়ের মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হবে। সেই অনুযায়ী নীরবতা পালন শেষ করে এরপরই মাঠে নামেন ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালরা।

প্রসঙ্গত, ৫৭ বছর বয়সী ডেভিড বুন অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার। দীর্ঘ খেলোয়াড়ি জীবনে তিনি ১০৭টি টেস্ট ও ১৮১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। বর্তমান সময়ে বিশ্বের অন্যতম অভিজ্ঞ ও জনপ্রিয় ম্যাচ রেফারি তিনি।