• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

অবসরের ঘোষণা দিলেন যুদ্ধ থামিয়ে দেয়া কিংবদন্তী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন আইভরি কোস্ট তারকা দিদিয়ের দ্রগবা। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানালেন এই কিংবদন্তী তারকা।

দিদিয়ের দ্রগবা ছিলেন একজন গতিমানব ফুটবলার হিসেবেই পরিচিত। আইভরি কোস্টের এই তারকা ফুটবলার এতোটাই জনপ্রিয় ছিলেন যে, তার সম্মানে আফ্রিকার গৃহযুদ্ধ একবার বন্ধ হয়ে যায়।

আইভরি কোস্টের এই তারকা ফুটবলার দুই মেয়াদে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব চেলসির জার্সিতে। এই সময়ে ৩৮১ ম্যাচে ব্লুজদের প্রতিনিধিত্ব করে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ১৬৪ বার। চারবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ছাড়াও ২০১২ সালে চেলসিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দ্রগবা।

২০১৫ সালে মেজর লিগ সকারের দল মন্ট্রিয়েলে যোগ দেন দ্রগবা। এরপর ফোয়েনিক্স রাইজিংয়ের খেলোয়াড়ের পাশাপাশি মালিক বনে যান আইভরি কোস্টের হয়ে ১০৫ ম্যাচে খেলেছেন তিনি। গোল করেছেন ৬৫টি। দেশের হয়ে তিনবার বিশ্বকাপে অংশ নিয়েছেন আফ্রিকান মহাতারকা। দুইবার আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার জেতেন তিনি।

আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে তিনি এতোটাই জনপ্রিয় যে তার ডাকে গৃহযুদ্ধ পর্যন্ত বন্ধ হয়ে যায়। ঘটনাটি ২০০২ সালের দিকে। ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে আইভরি কোস্ট। বিদ্রোহী বাহিনী কর্তৃক দখল হয় দেশটির একাংশ। রাজধানী আবিদজান ও এর পার্শ্ববর্তী কিছু অঞ্চলে কেবলমাত্র সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। এমন ভয়াবহ পরিস্থিতিতে ২০০৫ সালে আফ্রিকার প্রতিনিধি হিসেবে ২০০৬ জার্মানি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে আইভরি কোস্ট।

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েই আনন্দে উদ্বেল হয়ে ওঠে গোটা দেশ। এমন পরিস্থিতিতে ফুটবলের আবেগ ব্যবহার করে স্বদেশের গৃহযুদ্ধ থামাতে এগিয়ে আসেন দিদিয়ের দ্রগবা।

২০০৬ বিশ্বকাপে কোয়ালিফাই করার দিন স্টেডিয়ামের সাজঘরে জাতীয় দলের প্রত্যেক খেলোয়াড়কে পাশে বসান দ্রগবা। এইদিন দেশবাসীর উদ্দেশে এক আবেগঘন বক্তৃতা দেন তিনি। দেশের বিশ্বকাপে উত্তীর্ণ হওয়ার কথা উল্লেখ করে দ্রগবা বলেন, দুই পক্ষকে যুদ্ধ থামিয়ে দিতে এবং জাতীয়তাবোধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের সেই দারুণ অর্জনটিকে ঐক্যবদ্ধভাবে উদযাপন করতে।

দ্রগবার এই আহ্বানে যুদ্ধ থামিয়ে দেয়ার ঘোষণা দেয় দুই পক্ষই।

এর কয়েক দিন পরে আরো একটি অনন্য ঘটনার জন্ম দেন দ্রগবা। আফ্রিকান নেশনস কাপে মাদাগাস্কারের বিপক্ষে একটি ম্যাচ বউয়াকেতে খেলার অনুমতি আদায় করে নেন তিনি। বউয়াকে ছিল বিদ্রোহী বাহিনীর মূল ঘাঁটি।

রাজধানী আবিদজান থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত বউয়াকেতে আয়োজিত মাদাগাস্কারের ওই ম্যাচটিই ছিল আইভরি কোস্টের গৃহযুদ্ধ থামিয়ে দেওয়ার মূল মঞ্চ। সেদিন বিবাদমান দুই পক্ষের নেতারাই পাশাপাশি বসে উপভোগ করেন মাদাগাস্কারের বিপক্ষে ম্যাচ। সরকারি পুলিশ বাহিনী ও সেনারা দায়িত্ব পালন করেছিল বউয়াকে স্টেডিয়ামের শান্তি-শৃঙ্খলা বিধানে।