• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

‘সিরিজ জিততে পারলে আরো ভালো লাগত’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩  

১৯তম ওয়ানডেতে গিয়ে নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ দল। এমন জয়ে গর্বিত বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সিরিজ খুইয়ে আক্ষেপও ঝরেছে তার কণ্ঠে।

ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ইতিহাস চিন্তা করলে অবশ্যই গর্বের ব্যাপার। তবে আমাকে জিজ্ঞেস করলে বলব, সিরিজ জিততে এসেছিলাম। প্রথম ম্যাচ একটু আনলাকি ছিলাম, বৃষ্টির কারণে বোলিং অপশন শেষ হয়ে গিয়েছিল। অবশ্যই জিততে পেরে খুশি। তবে সিরিজ জিততে পারলে আরো ভালো লাগত।’

ম্যাচ জিতেছে বলেই নয়, নেপিয়ারে এই ম্যাচ খেলতে নামার আগেও শান্ত সিরিজ হাতছাড়া হওয়ার আক্ষেপ জানিয়েছিলেন। যদিও দলে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদের মতো সিনিয়র ক্রিকেটাররা নেই। তবুও তরুণ যারা আছেন, তাদের ভালো করার সামর্থ্য আছে বলে জানালেন টাইগার দলপতি।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার বিশ্বাস এই দল আরো ভালো জায়গায় যেতে পারে। ফলাফল নিয়ে বেশি চিন্তা না করে কত ভালো প্রস্তুতি নিতে পারি। আদৌ বিশ্বাস করি কি না জিততে পারি। এই গ্রুপ দেখে আমার সবসময় মনে হয়েছে সামর্থ্য আছে, ক্ষুধা আছে এখানে এসে ম্যাচ-সিরিজ জেতার।’

এর আগে নেপিয়ারের ম্যাকলিন পার্কে প্রথমে ব্যাট করতে নেমে ৩১.৪ ওভারে ৯৮ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। জবাবে ১৫.১ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। জয়ের হিসেবে নিউজিল্যান্ডে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। ২০১৫ বিশ্বকাপে দেশটিতে স্কটল্যান্ডকে হারিয়েছিল টিম টাইগার্স।