• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

হেরেই চলছে ম্যানইউ, যা বললেন কোচ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩  

ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। টানা চার ম্যাচে জয়বঞ্চিত দলটি। এর মধ্যে টানা তিনটিতে ম্যাচ হেরেছে। যা ফলে ইতোমধ্যে ম্যানইউর বিদায় হয়েছে লিগ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে। এই ‍দুর্দশার কারণ খুঁজে পেয়েছেন কোচ টেন হাগ। একইসঙ্গে হতাশা ভুলে ক্লাবের সবাইকে তিনি ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন।

সর্বশেষ গতকাল (শনিবার) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্ট হ্যামের মাঠে ২-০ গোলে হেরে গেছে রেড ডেভিলরা। লিগের সবশেষ পাঁচ ম্যাচে তাদের তৃতীয় হার এটি, সবমিলিয়ে অষ্টম হার এই আসরে। 

লন্ডনের এই ম্যাচে জয় পেলে ইউরোপিয়ান স্পটের কাছাকাছি যেতে পারতো ম্যানইউ। কিন্তু সেটি আর হচ্ছে না, অন্তত বড়দিনের আগে। লন্ডন স্টেডিয়ামে হারের পর ইপিএলে তারা এখন টেবিলের ৮ম স্থানে আছে। 

এমন কঠিন সময়ের পেছনে অবশ্য কারণও আছে। দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তারকা ইনজুরিতে রয়েছেন। ভিন্ন ভিন্ন চোটে ক্যাসেমিরো, হ্যারি ম্যাগুয়ার, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান এরিকসেনসহ ইউনাইটেডের আরও বেশ কয়েকজন খেলোয়াড় আছেন মাঠের বাইরে। 
যা ওল্ড ট্রাফোর্ড বাহিনীর মাঠের ফর্মে বেশ প্রভাব ফেলেছে। এবার লিগ কাপের শিরোপা ধরে রাখার অভিযানে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নেয় ইউনাইটেড। ইউরোপ সেরার মঞ্চে তাদের পথচলা গ্রুপ পর্বেই থমকে যায়।