• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

স্পিনারদের দাপটে ৭৮ রানের লিড বাংলাদেশের

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

বাংলাদেশের ৩২৪ রানের জবাবে ২৪৬ রানে অলআউট হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে ৭৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং মেরুদণ্ড ভেঙেছেন স্পিনাররাই। দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসান-তাইজুলদের দুর্দান্ত ঘূর্ণিতে বোঝাই যাচ্ছিল ক্যারিবিয়ানদের বেশ বেগ পোহাতে হবে। হয়েছেও তাই। সাপের ফণার মতো বল টার্ন নিয়েছে স্পিনারদের। শুরুটা করেছিলেন তাইজুল। এরপর সাকিব এক ওভারে দুই উইকেট তুলে নেয়ার পর চেজ এবং আমব্রিস দলের হাল টানার চেষ্টা করেন। কিন্তু পরপর দুই ওভারে দুইজনকে ফিরিয়ে টাইগারদের স্বস্তি ফেরান ১৭ বছর বয়সী তরুণ নাঈম হাসান।

হেটমায়ার এবং ডাওরিচের জুটি ভয়ংকর হয়ে উঠলে মিরাজের কাছে পরাস্ত হন হেটমায়ার। মুশফিকের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নের পথ দেখেন এই হার্ডহিটার। এরপর এক ওভারেই বিশ্যু এবং রোচকে প্যাভিলিয়নের পথ দেখান নাঈম হাসান। কিছুপর ওয়ারিক্যানকে সরাসরি বোল্ড করে অভিষেক টেস্টেই পাঁচ উইকেটের কোটা পূরণ করেন তিনি। এর মাধ্যমে অভিষেক টেস্টে বাংলাদেশিদের মধ্যে অষ্টম বোলার হিসেবে পাঁচ উইকেট নিলেন নাঈম। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটেও সবচেয়ে কম বছর বয়সে পাঁচ উইকেটের কোটা পূরণ করেন নাঈম।

শেষ পর্যন্ত ক্যারিবিয়ানরা অলআউট হয়েছে ২৪৬ রানে। ফলে প্রথম ইনিংসে ৭৮ রানের লিড পেল বাংলাদেশ। টাইগারদের পক্ষে নাঈম ৫ টি, সাকিব ৩টি উইকেট নেন। এছাড়া মিরাজ ও তাইজুল একটি করে উইকেট নিয়েছেন।

ক্যারিবিয়ানদের পক্ষে হেটমায়ার ৬৩ রান করেন। এছাড়া ডাওরিচ ৬৩ রানে অপরাজিত ছিলেন।