• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩  

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সীমিত ওভারের সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে টিম টাইগার্স। স্বাভাবিকভাবেই সফরকারীদের চোখ এখন সিরিজ শিরোপায়।

শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১২টা ১০ মিনিটে। তার আগে টস জিতে স্বাগতিক কিউইদের ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত।

সিরিজ জয়ের মিশনে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেয়েছে টিম টাইগার্স। ইনজুরির থাবায় দ্বিতীয় টি-২০ থেকে ছিটকে গেছেন লিটন দাস। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শামীম হোসেন।

অন্যদিকে সিরিজ ধরে রাখার লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে স্বাগতিক কিউইরা।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, টিম সেইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও বেন সিয়ার্স।

বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।