• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ফেরার ম্যাচে ৫ উইকেট নিলেন মাশরাফী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মার্চ ২০২৪  

ব্যক্তিগত কারণে বিপিএলের মাঝপথে সিলেটের ক্যাম্প ছেড়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। এরপর থেকে মাঠের ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরু থেকেও ছিলেন না। তবে ফেরার ম্যাচে বিধ্বংসীরূপে দেখা দিয়েছেন সাবেক টাইগার দলপতি।

বৃহস্পতিবার বিকেএসপির ৩ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নেমেছে লিজেন্ড অব রূপগঞ্জ। যেখানে বল হাতে একাই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন মাশরাফী। তার ৫ উইকেটের কীর্তিতে ১৩৬ রানেই অলআউট হয়েছে গাজী গ্রুপ।

এদিন দলের ৫ নম্বর বোলার হিসেবে বোলিং করতে এসে প্রতিপক্ষের দারুণ শুরুটাকে ভেঙে চুরে দেন মাশরাফী। তিনি যখন প্রথম উইকেট নেন তখন প্রতিপক্ষের সংগ্রহ ৫৯ রানে ২ উইকেট। কিন্তু মুহূর্তের মধ্যেই গাজী গ্রুপের সেই স্কোরবোর্ড হয়ে দাঁড়ায় ৭ উইকেটে ১০৫ রান।

প্রতিপক্ষের পরের ৫ উইকেটের ৪টিই নেন মাশরাফী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিকে আউট করে লিস্ট ‘এ’ ক্রিকেটে অষ্টমবারের মতো ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন ৪০ বছর বয়সী এই পেসার। 

ম্যাশের দুর্দান্ত বোলিংয়ের সামনে আর ঘুরে দাঁড়াতে পারেনি গাজী গ্রুপ। ৩৫.৪ ওভার ব্যাটিং করে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি তারা। সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনিংয়ে নামা আনিসুল ইসলাম।

আজ মাঠে নামার আগে মাশরাফী সর্বশেষ লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের ১৩ মে। এই মাঠেই সেদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪৮ রানে ১ উইকেট নিয়েছিলেন। আর আজ ৮ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন।