• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

লিটনের বিকল্প নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৪  

মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। গত কয়েকটি সিরিজের ব্যাট হাতে রান খরায় ভুগছেন। এ কারণে ওয়ানডে দল থেকে বাদও পড়েছিলেন। তবে সাদা পোশাকের ক্রিকেট দিয়ে মাঠে ফিরেছিলেন। কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছেন ডানহাতি এ ব্যাটার।

শ্রীলংকা সিরিজ শেষে এখন বাংলাদেশের ভাবনায় শুধুই টি-২০ বিশ্বকাপ। আগামী জুনে মাঠে গড়াবে বিশ্বকাপ। সেই হিসেবে আর মাত্র ২ মাস বাকি মেগা টুর্নামেন্টের। এরই মধ্যে দল গোছানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সেই দলে লিটন দাস থাকবেন কিনা, সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

লিটন প্রসঙ্গে শুক্রবার গণমাধ্যমের সামনে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার মতে, এই মুহূর্তে লিটনের বিকল্প ক্রিকেটার নেই বিসিবির হাতে। তাই তাকে নিয়েই এগোতে হচ্ছে বাংলাদেশ দলকে। 

বারবার সুযোগ পেয়ে কাজে না লাগাতে পারায় লিটনের ওপর খানিকটা হতাশ লিপু। লিপু বলেন, ‘আমরা লিটনকে আরো একটা সুযোগ দিয়েছিলাম চট্টগ্রামে। ক্রিকেটারদের নিজেদের রিয়ালাইজেশন আসা উচিত।’

ক’দিন আগে লিটনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘লিটনের এখন বিশ্রাম দরকার। তাই লিটনকে বিশ্রাম দেয়ার চেষ্টা করছে বোর্ড।’

তবে পাপনের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বিসিবি প্রধান নির্বাচক লিপু। তার কথায়, ‘প্রেসিডেন্ট (পাপন) কি বলছেন সেটা তার ব্যাপার। আমাদের হাতে পর্যাপ্ত বিকল্প নেই। এবারের বিশ্বকাপে আর দল নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়।’